অভিষেক ফিরতেই সংগঠনে রদবদল, ‘চাকরি’ গেল তিন সভাপতির

0
266

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই বাঁকুড়ার জঙ্গলমহলে শাসক দলের সাংগঠনিকস্তরে ব্যাপক রদলবদল। রবিবার সিমলাপাল ব্লক তৃণমূলের তরফে দুবরাজপুর, বিক্রমপুর ও মণ্ডলগ্রাম – এই তিন অঞ্চলের সভাপতিকে সরিয়ে দেওয়া হল৷ এদিন সিমলাপালে দলীয় কার্যালয়ে নবনিযুক্ত তিন সভাপতির নাম ঘোষণা করেন ব্লক সভাপতি ফাল্গুনী সিংহ।

আরও পড়ুন: কাটমানির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাজার লিটারের জলের ট্যাঙ্ক

- Advertisement -

দুবরাজপুরে শ্রীহরি পাত্রকে সরিয়ে উদয় সিংহ, মণ্ডলগ্রামে সত্যভূষণ সন্নিগ্রহীর জায়গায় অর্ধেন্দু সিংহমহাপাত্র ও বিক্রমপুরে অমিয় পাত্রের বদলে নির্মল দাসকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এঁরা প্রত্যেকেই সিমলাপালের বাসিন্দা তথা বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহমহাপাত্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷

আরও পড়ুন: মরেও রেহাই নেই! মৃত ব্যক্তির চোখ ও গালের মাংস উধাও

হঠাৎ কেন পঞ্চায়েত ভোটের মুখে এমন রদবদল? সূত্রের খবর: গত পঞ্চায়েত ভোটে সিমলাপাল ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করে বিরোধীরা। দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত সিপিআইএম, বিক্রমপুর বিজেপি ও পার্শ্বলার পঞ্চায়েত সিপিআইএম-বিজেপি যৌথভাবে দখল করে। তাই এবারের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেকারণেই ভোটের মুখে সংশ্লিষ্ট তিনটি অঞ্চলে নতুন মুখ আনা হল বলেই সূত্রের খবর৷

আরও পড়ুন: গ্রেফতার কুড়মি নেতা রাজেশ, পুলিশ মন্ত্রী মমতার ক্লিনচিটকে পাত্তা দিল না জেলা পুলিশ?

ঘটনার সত্যতা স্বীকার করে সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতি ফাল্গুনী সিংহর দাবি, ‘‘দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই তিন অঞ্চল সভাপতিকে অব্যহতি দেওয়া হলো। তাঁদের জায়গায় নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷’’ ফলে সদ্য প্রাক্তন ওই তিন অঞ্চল সভাপতি এখন থেকে দলের ব্লক সহ সভাপতি হিসেবে কাজ করবেন৷ যদিও এমন রদবদলেও পঞ্চায়েত ভোটে শাসকের বিশেষ লাভ হবে না বলেই মনে করছে বিজেপির সিমলাপাল-২ সভাপতি সুদিন মণ্ডল৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘মুখ বদলে কি লাভ? তৃণমূল মানেই কাটমানি, চুরি- এটা তো মানুষ জেনে গেছে৷ আগেরবার তিনটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল৷ এবারে সিমলাপালের সাতটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের হাতছাড়া হবে৷’’

আরও পড়ুন: Weather Update: বর্ষার আগে গরমের শেষ কামড়, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি

আরও পড়ুন: ভোট ব্যাঙ্কের কারণেই কুড়মিদের আদিবাসী করার প্রচেষ্টা? আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজের