ভোট ব্যাঙ্কের কারণেই কুড়মিদের আদিবাসী করার প্রচেষ্টা? আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজের

0
40

বাঁকুড়া: ‘‘শুধুমাত্র ‘ভোট ব্যাঙ্কে’র কথা চিন্তা করে রাজ্য সরকার জোরপূর্বক কুড়মিদের এসটি করার ষড়যন্ত্র করছে। আমরা বিষয়টি কোনওভাবে মেনে নেব না। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’’ বললেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বালকরাম সরেন। শনিবার বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গায় রাঢ় একাডেমি সভাকক্ষে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলে’র ডাকে ৪০ টি সংগঠনের যৌথ আদিবাসী কনভেনশনে তিনি এই কথা বলেন।

একই সঙ্গে তিনি জানান, ‘‘কুড়মিরা কখনোই আদিবাসী নয়, আদিবাসী সম্প্রদায়ভূক্ত হতে গেলে যে সাংবিধানিক শর্ত পূরণ করতে হয় সেক্ষেত্রেও তারা ব্যর্থ।’’ তারপরেও রাজ্য সরকার তা করতে চলেছে বলে তিনি অভিযোগ করেন।

- Advertisement -

ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ধনঞ্জয় সর্দার বলেন, ‘‘স্বাধীনভাবে সিআরআই রিপোর্ট প্রকাশ করা হবে কি না সেনিয়েও আমরা চিন্তিত।’’ কোন ধরণের কোন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই যেন সাংবিধানিক নীতি মেনে সিআরআই রিপোর্ট প্রকাশ করা হয় সেই দাবিও তাঁরা জানান। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন নামবেন বলেও এদিন উপস্থিত আদিবাসী সংগঠনগুলির নেতৃত্বের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েতে শুভেন্দুর ভোট অ্যাডভান্টেজ রুখতেই প্রকাশ্যে মাথা নত করলেন মুখ্যমন্ত্রী ? চর্চায় রাজনৈতিক মহল

একই সঙ্গে এদিনের আদিবাসী কনভেনশনে উপস্থিত ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ অন্যান্য সংগঠনগুলির তরফে বন মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির উপর হামলার তীব্র নিন্দা করা হয়। শুক্রবার রাতের ওই ঘটনার দায় আন্দোলনকারী ‘কুড়মি সমাজ’কেই নিতে হবে বলে তাঁরা দাবি করেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাঁরা জানাচ্ছেন বলে জানান।

আরও পড়ুন: বারুদের স্তুপে বাংলা? জঙ্গলমহলে ফের অশান্তির মেঘ! – মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে সব পক্ষ

আরও পড়ুন: দায় ঝেড়ে ফেললেন আন্দোলনকারীরা! অভিষেকের কনভয়ে হামলার নেপথ্যে কে?