কাটমানির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাজার লিটারের জলের ট্যাঙ্ক

0
222

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: দুয়ারে পঞ্চায়েত ভোট৷ ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে গ্রামবাসীদের জলসংকট মেটাতে উদ্যোগী হয়েছিল গ্রাম পঞ্চায়েত৷ তৈরি করা হয়েছিল সাত ফুট উচ্চতার ওভারহেড। নির্মাণকাজ শেষের পর ওভারহেডের ওপরে বসানো হয়েছিল এক হাজার লিটারের সিন্থেটিক ট্যাঙ্ক৷ কিন্তু বিধি বাম৷ সেই ট্যাঙ্কে জল ভর্তি করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই ট্যাঙ্ক। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের চুড়ামনিপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ‘নিম্ন মানের নির্মাণ সামগ্রী’ ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা বলে এলাকাবাসীর একাংশের দাবি। পুরো বিষয়টিকে ঘিরে সামনে এসেছে কাটমানির অভিযোগ৷ অস্বস্তিতে শাসকদল৷

আরও পড়ুন: মরেও রেহাই নেই! মৃত ব্যক্তির চোখ ও গালের মাংস উধাও

- Advertisement -

স্থানীয় সূত্রে খবর, অতি সম্প্রতি নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চুড়ামনিপুর গ্রামে জলসমস্যা সমাধানে প্রায় সাত ফুট উচ্চতার নির্মাণকাজের উপর এক হাজার লিটারের একটি সিন্থেটিক ট্যাঙ্ক বসানো হয়। সাবমার্শিবেল পাম্পের সাহায্যে ট্যাঙ্কে জল ভর্তি করে তা সরবরাহের কথা ছিল। কিন্তু ট্যাঙ্কে জল ভর্তি করতে গিয়েই ঘটে বিপত্তি। মুহুর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রায় সাত ফুট উচ্চতার ওভারহেড সহ হাজার লিটারের ট্যাঙ্ক। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দাবি করে গ্রামবাসী গোপাল চট্টোপাধ্যায় বলেন, ‘‘ট্যাঙ্কে জল ভর্তি করার সময় পাশেই দাঁড়িয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভাগ্য সুপ্রসন্ন তাই বেঁচে গেছি।’’ এই ঘটনার পিছনে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারকেই দায়ী করছেন গ্রামবাসীরা৷

আরও পড়ুন: গ্রেফতার কুড়মি নেতা রাজেশ, পুলিশ মন্ত্রী মমতার ক্লিনচিটকে পাত্তা দিল না জেলা পুলিশ?

তৃণমূলের প্রাক্তন স্থানীয় বুথ সভাপতি সদানন্দ চট্টোপাধ্যায় ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘‘জনস্বার্থে আমিই ট্যাঙ্ক তৈরির জায়গা দিই। ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় একাধিক জীবনহানি হতে পারতো।’’ এই ঘটনায় কারো নাম না করে নিজের দলের লোকেদের বিরুদ্ধেই ‘কাটমানি’র তত্ব হাজির করেন তিনি। যদিও পরিস্থিতি বেগতিক দেখে ঠিকাদারের ঘাড়ে যাবতীয় দোষ চাপাচ্ছেন নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পাখি মল্ল৷ তাঁর দাবি, ‘‘ঠিকাদারকে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু এক প্রকার ‘গায়ের জোরেই’ তিনি ওই কাজ করেছেন।’’ তাই সমস্ত দায়ভার ঠিকারদারকেই নিতে হবে ও তাঁকেই ফের নতুন করে ওভারহেড সহ ট্যাঙ্ক তৈরির ব্যবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন: Weather Update: বর্ষার আগে গরমের শেষ কামড়, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি

যদিও পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে বিজেপি৷ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, ‘‘ রাজ্যে ‘লাইসেন্স প্রাপ্ত চোরেদের সরকার’ চলছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নেতাদের কাটিমানির জেরেই এণন ঘটনা৷ পূর্ণাঙ্গ তদন্ত হলেই সবটা স্পষ্ট হবে৷’’

আরও পড়ুন: কুড়মিদের ভাতে মারার চেষ্টা করছে মমতার সরকার, বিস্ফোরক ব্যাখ্যা দিলীপ ঘোষের

আরও পড়ুন: Horoscope Today: দাম্পত্যে কলহ নাকি প্রেম, কেমন যাবে আপনার আজকের দিন