আজ আবার মহারণ, গ্রিন আর্মির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কারা তৈরি

0
41

শান্তি রায়চৌধুরী: আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। মুখোমুখি ভারত-পাকিস্তান। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দেখাতে তৈরি দুই দলের ক্রিকেটাররা। এই হাইভোল্টেজ ম্যাচে বিশেষ নজরে থাকবেন সূর্যকুমার যাদবের পাশাপাশি আর কোন ভারতীয় ক্রিকেটারের দিকে ?

আরও পড়ুন : আজ টিভিতে যা দেখবেন (৪ সেপ্টেম্বর ২০২২)

- Advertisement -

সূর্যকুমার যাদব : বাবর আজমের পাকিস্তানকে নাকানিচোবানি খাওয়ানোর জন্য তৈরি হয়ে রয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ১৮ রান করেছিলেন সূর্য। দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অপরজিত ইনিংস। এ বার তৃতীয় ম্যাচে ফের বাবরদের বিরুদ্ধে সূর্যর তেজ ছড়িয়ে দেওয়ার পালা।

আরও পড়ুন : দিল্লি ছেড়ে কেন ভারতীয় ফুটবলের দায়িত্বে প্রভাকরণ

রোহিত শর্মা : গ্রিন আর্মির কাছে বড় চ্যালেঞ্জ হতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ বারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচে রোহিত করেছেন ৩৩ রান। তবে এই রান দিয়ে রোহিতকে মাপা যাবে না। ভারত-পাক ম্যাচ মানেই একটা ধুন্ধুমাল লড়াই। যেখানে বাবরের দলের ত্রাস হয়ে উঠতেই পারেন রোহিত।

আরও পড়ুন : বিশ্বকাপ থেকে কী ছিটকে যাবেন জাদেজা, বড় আপডেট দিলেন দ্রাবিড়

হার্দিক পান্ডিয়া : পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে মেন ইন ব্লু-র জয়ের নায়ক ভারতীয় তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক। হংকংয়ের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারত-পাক ম্যাচে ভারতের একাদশে তিনি ফিরবেন। এবং বিশেষ নজরেও থাকবেন ‘পাক বধ’ এর নায়কের দিকে।

আরও পড়ুন : অবশেষে জেল থেকে মুক্তি পেলেন তিস্তা শীতলওয়াড়ে 

দীপক হুডা : মিডল অর্ডার, টপ অর্ডার, দুটো পজিশনেই ব্যাট করতে পারেন দীপক হুডা। আয়ারল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচে তিনি ওপেনও করেছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে নেমে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরানও করেছিলেন। ফলে, রোহিতের সঙ্গে দীপক হুডা ওপেন করলে একটা বোলিং বিকল্পও বাড়বে।

আরও পড়ুন : “শেষের দিকে আর থাকব না”, জয়ের পর আত্মবিশ্বাসী স্টিফেন

অর্শদীপ সিং : অর্শদীপ সিং দেশের জার্সিতে মোট ৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। যার মধ্যে, এ বারের এশিয়া কাপেই কেরিয়ারের সেরা বোলিং করেছেন অর্শদীপ। পাকিস্তানের বিরুদ্ধে ১২ রান খরচ করে ৩ উইকেট পেয়েছিলেন তিনি। এরপর হংকংয়ের বিরুদ্ধেও ১টি উইকেট নেন অর্শদীপ। ফলে আজ ভারত-পাক মহারণেও নজরে থাকবেন অর্শদীপ।