হারতে হলে ধোনির কাছে হারাই ভাল, খেতাব না পেয়েও দুঃখ নেই হার্দিক পাণ্ডিয়ার

0
62

বিশ্বদীপ ব্যানার্জি: শেষ দুই বলে বাকি ১০। ৬ এবং ৪! রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাইকে এক রূপকথার জয় এনে দিলেন রবীন্দ্র জাদেজা। অধিনায়ক ধোনিকে এনে দিলেন পঞ্চম আইপিএল ট্রফি। অবশ্য এখনই বলা যাচ্ছে না, ক্রিকেটার হিসেবে ধোনি নিজের শেষ আইপিএল খেলে ফেললেন কিনা। আগামী বছর তাঁকে আবার দেখা যেতে পারে, এমন ইঙ্গিত শেষবেলায় দিয়ে রাখলেন তিনি।

আরও পড়ুন: আইপিএল ফাইনালে বৃষ্টি সর্বনাশ করে দিল টিম ইন্ডিয়ার

- Advertisement -

তবে যদি ধোনি নিজের আইপিএল কেরিয়ার শেষ করে থাকেন তাহলে বলতেই হচ্ছে, মধুরেণ সমাপয়েৎ। আর ঠিক সেই কারণেই ফাইনাল হেরেও বিন্দুমাত্র দুঃখিত নন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। বরং হারতে হলে ধোনির কাছেই হারা ভাল। সরাসরি এমনটাই জানিয়ে দিলেন হার্দিক।

মঙ্গলবার মধ্যরাতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হার্দিক বলেন, “ধোনির জন্য আমি খুশি। ভাল মানুষের সঙ্গে ভাল কিছুই হয়। আমার চেনা সবথেকে ভাল মানুষ হলেন ধোনি।” এরপরই যোগ করেছেন, “যদি হারতে হয়, ধোনির কাছে হারাই ভাল।” ব্যখ্যা দেন, “ঈশ্বর ওঁর প্রতি সদয়। ঈশ্বর আমাকেও অনেক কিছু দিয়েছেন। কিন্তু আজকের রাতটা ধোনির।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ধোনিকে প্রশংসার পাশাপাশি নিজের দল নিয়েও গর্বিত হার্দিক। বলেন, “চেন্নাই আমাদের থেকে ভাল খেলেছে। কোনও অজুহাত দেব না এই হারের। আর আমাদের লক্ষ্যই ছিল, জিতলে একসঙ্গে জিতব আর হারলে একসঙ্গে হারব।” যোগ করেন, “সাই সুদর্শনের কথা বলতেই হবে। তাছাড়া মোহিত শর্মা, রশিদ খান, মহম্মদ শামিরা যেভাবে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে, তা এক কথায় অভূতপূর্ব।”