দিল্লি ছেড়ে কেন ভারতীয় ফুটবলের দায়িত্বে প্রভাকরণ

0
35

স্পোর্টস ডেস্ক: দিল্লি ফুটবল সংস্থার সভাপতি এবং দীর্ঘদিনের ক্রীড়া প্রশাসক শাজি প্রভাকরণ শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এআইএফএফ -এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি এই নিয়োগ করেছে। AIFF প্রেসিডেন্ট পদের নির্বাচনে কল্যাণ চৌবে ভাইচুং ভুটিয়াকে ৩৩-১ এ পরাজিত করেছিলেন। চৌবের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কল্যাণ চৌবে সাধারণ সম্পাদক পদের জন্য প্রভাকরণের নাম সুপারিশ করেছিলেন, যা সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এআইএফএফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। প্রভাকরণ AIFF -এর পরিবর্তনের দাবিতে দলের অন্যতম নেতা ছিলেন। যদিও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সদস্যদের স্বাগত জানিয়ে নয়া প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন, “এই প্রথম ছয়জন প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কমিটির অংশ হলেন।”

- Advertisement -

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে কী ছিটকে যাবেন জাদেজা, বড় আপডেট দিলেন দ্রাবিড়

তিনি আরও বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং ব্যক্তিগত অহংকার ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের লক্ষ্যের পথে আসা উচিত নয়। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং আমাদের জবাবদিহি করতে হবে।” অন্যদিকে সহ সচিব হলেন সুনন্দ ধর। এতদিন ভারপ্রাপ্ত সচিবের পদে ছিলেন সুনন্দ ধর।