যে ৫ বার ট্রফি জিতেছে, একবারও লিগ জেতেনি ধোনির চেন্নাই সুপার কিংস

0
61

বিশ্বদীপ ব্যানার্জি: আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চমবার‌। ছুঁয়ে ফেলল মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বেশি শিরোপা জয়ের রেকর্ড। আর এরপরই সামনে আসছে এক অত্যাশ্চর্য পরিসংখ্যান।

আরও পড়ুন: হারতে হলে ধোনির কাছে হারাই ভাল, খেতাব না পেয়েও দুঃখ নেই হার্দিক পাণ্ডিয়ার

- Advertisement -

২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩। এই পঞ্চমবার আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস। মজার বিষয় হল, এই ৫ বারের একবারও তারা লিগ জিততে পারেনি। অর্থাৎ শীর্ষ স্থানে থেকে লিগ পর্ব শেষ করতে পারেনি। ২০১০ সালে তারা লিগ টেবিলের তিন নম্বরে ছিল। এরপর ২০১১ সালে দ্বিতীয় স্থানে।

২০১৮, ২০২১ এবং সদ্য সমাপ্ত ২০২১ আইপিএলেও একই কাহিনী। এই তিনবার-ও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। অর্থাৎ শেষমেশ চ্যাম্পিয়ন হলেও লিগ টপ জেতা তাদের হয়ে ওঠেনি। অবশ্য এর মানে এই নয় যে চেন্নাই সুপার কিংস কখনওই আইপিএলে লিগ টপ করেনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

২০১৩ এবং ২০১৫। দুইবার লিগ পর্বে শীর্ষে ছিল তারা। কিন্তু এই দুই মরশুমে চ্যাম্পিয়ন হতে পারেনি। দুবারই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ফাইনাল হারতে হয়েছে তাদের। এখনও পর্যন্ত মাত্র তিনটি দল কোনও মরশুমে লিগ টপ আবার সেই সঙ্গে চ্যাম্পিয়ন হতে পেরেছে। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস। ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্স। এবং ২০২২ সালে গুজরাট টাইটানস।