২০২৪ এ নিজেকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে দেখছেন নীতীশ কুমার

0
26

পাটনা: মণিপুরে দল ছেড়েছেন ৫ বিধায়ক। এরপরেই বিরোধীদের একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করার ডাক দিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সেইসঙ্গে শনিবার জনতা দল ইউনাইটেডের সম্মেলনে বিজেপি কত সিট পাবে তার ভবিষ্যদ্বাণী করলেন বিহারের মুখ্যমন্ত্রী।

২০২৪ এর নির্বাচনকে সামনে রেখে বলেন, “যদি সব বিরোধীদল একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, তাহলে বিজেপিকে মাত্র ৫০ টি আসন নিয়ে খুশি থাকতে হবে”। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ২ দিনের এই দিল্লি সফরে বিরোধীদের একজোট করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, বিজেপিকে হারিয়ে ২০২৪ এ প্রধানমন্ত্রী আসনে আসীন হতে পারেন বলেও নিজের আত্মবিশ্বাস প্রকাশ করলেন তিনি।

- Advertisement -

উল্লেখ্য, শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মণিপুরে জেডিইউ-র পাঁচজন বিধায়কের বিজেপিতে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “বিজেপি বিধায়কদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের দল থেকে দূরে সরিয়ে দিচ্ছে।” নীতীশ কুমার এই দলবদল প্রসঙ্গে জানতে চেয়েছেন, বিজেপির পদক্ষেপ সাংবিধানিক কিনা। বিহাররে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে বলেছেন, “দেশে নতুন রাজনীতি চলছে। অন্য দলের লোক ভাঙা ভুল।এই কারণেই ২০২৪ সালে সমগ্র বিরোধীরা একসঙ্গে তাদের শিক্ষা দেবে”।

নীতিশ কুমার (Nitish Kumar) অভিযোগ করে বলেছেন, “দেশে গণতান্ত্রিক মূল্যবোধ উড়িয়ে দেওয়া হচ্ছে।” শনিবার গণমাধ্যমকে সম্বোধন করে জেডি(ইউ) নেতা বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস হচ্ছে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিরোধীরা একত্রিত হবে তাই দেশ ভোটে একটি ভিন্ন ফলাফল দেখতে পাবে। পাশাপাশি তিনি বলেন, “বিজেপির ক্ষমতা শিথিল হয়ে আসছে। বর্তমানে প্রবল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। গণতন্ত্রকে বুড় আঙ্গুল দেখিয়ে দেশে অন্য রাজনীতি চালাচ্ছে বিজেপি। মানুষের সমস্যার দিকে তাদের কোনও নজর নেই”।