গুজরাট দখলে রাখতে মরিয়া বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করবেন স্মার্ট স্কুল

0
29
Amit Shah

আহমেদাবাদ: চলতি বছরের শেষেই রয়েছে গুজরাটে বিধানসভা নির্বাচন। বিজেপি যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া তেমনি অরবিন্দ কেজরিওয়াল নতুন সরকার গড়ার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। বিজেপির কাছে নির্বাচন ক্রমেই কঠিন করে তুলছে আপ। তবে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ গেরুয়া বাহিনী, দুইপক্ষই পাল্লা দিয়ে গুজরাটে চালাচ্ছে নির্বাচনী প্রচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রবিবার গুজরাটে বিশেষ স্কুলে উদ্বোধন করবেন।

বিজেপির পাখির চোখ নির্বাচনে জেতা। সেটাকেই মাথায় রেখে অমিত শাহ আজ আহমেদাবাদ নাগরিক সংস্থার স্মার্ট স্কুলগুলির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি আহমেদাবাদে ষষ্ঠ সর্বভারতীয় প্রিজন ডিউটি মিটেরও উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই দিন সন্ধ্যাতেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ৩৬ তম National Games-2022-র পর্দা উন্মচনের প্রোগ্রামে অংশ নেবেন। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আহমেদাবাদের একটি বহুমুখী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানে রাজ্য জুড়ে ৯ হাজার জনেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সাত বছর পর জাতীয় গেমস অনুষ্ঠিত হচ্ছে।চলতি  বছর, খেলাগুলি ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে গুজরাটের ছয়টি শহরে এবং নয়াদিল্লিতে একটি ট্র্যাক সাইক্লিং ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও পড়ুন- গত ৫ বছরে কোনও দাঙ্গা হয়নি, রাজ্য এখন সম্পূর্ণ অপরাধমুক্ত, জানালেন মুখ্যমন্ত্রী

তবে যাই হোক বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিকবার গুজরাট সফর জানান দিচ্ছে নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। তাই এক মুহূর্ত সময় কোনও পক্ষই নষ্ট করতে চাইছে না। কেজরিওয়াল ও প্রধানমন্ত্রী দু’জনেই ঘন ঘন যাচ্ছেন গুজরাট সফরে। দিয়ে আসছেন একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি। তবে এখন এটাই দেখার অপেক্ষা এত চেষ্টা করে আম আদমি পার্টি গুজরাটে সরকার গঠন করতে পারে কিনা। নাকি জয়ের শেষ হাসি হাসবে বিজেপি। গুজরাট যাবে কার দখলে সেই দিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের।