বিশ্বকাপ থেকে কী ছিটকে যাবেন জাদেজা, বড় আপডেট দিলেন দ্রাবিড়

0
39

স্পোর্টস ডেস্ক: শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে বড় জল্পনা চলছে। টি -২০ বিশ্বকাপে নাকি নাও খেলতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই বিষয়ে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় একটি বড় আপডেট দিয়েছেন। রাহুল দ্রাবিড় বলেছেন, অস্ট্রেলিয়ায় অক্টোবরে শুরু হতে চলা টি -২০ বিশ্বকাপ থেকে জাদেজাকে বাদ দেওয়া যাবে না। হাঁটুর চোটের কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জাদেজা।

রবিবার ভারত-পাকিস্তানের মধ্যে আরও একটি হাই-ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। সুপার-৪ -এর প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দুই দলই। এশিয়া কাপের সুপার-৪ -এ টানা দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বে ভারত। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান দল।

- Advertisement -

আরও পড়ুন:“শেষের দিকে আর থাকব না”, জয়ের পর আত্মবিশ্বাসী স্টিফেন

এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেছেন, “জাদেজার হাঁটুতে চোট রয়েছে এবং এশিয়া কাপের বাইরে রয়েছেন। এবার বিশ্বকাপের সময়। তাই আমরা তাকে এখান থেকে বের করে আনতে পারি না। তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। আমি তাকে বের করে দিতে চাই না বা এ নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না। যতক্ষণ না আমরা এ বিষয়ে সঠিক তথ্য পাচ্ছি।”