রাজ্যে কমাতে হবে মদ্যপানের হার, বন্ধ হবে বার

0
48
alcohol

ভোপাল: বেড়েই চলেছে মদ্যপানের হার৷ তাই এবার লাগাম টানতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ বার (Bars) ও মদের ঠেক বন্ধের সিদ্ধান্ত৷ তাই সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ৷ আর বন্ধু বা কাছের মানুষের সঙ্গে ওয়াই বা বিয়ার হাতে বারে বসে কাটানো যাবে না সময়৷ শুধু বার বন্ধ নয় রাজ্যে জারি হতে পারে আরও নতুন একগুচ্ছ নিয়ম৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

মদ্যপানের উপর লাগাম টানতে এই নতুন আবগারি নীতি মধ্যপ্রদেশে পাশ করানো হয়েছে৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই নতুন নিয়মে বন্ধ করে দেওয়া হবে বার৷ সেই সঙ্গে মদের দোকানের পাশে বসে পান করার জায়গাও বন্ধ করে দেওয়া হবে৷ শুধু দোকান থেকেই কেনা যাবে মদ৷

আরও পড়ুন: ফের নিরাপত্তা এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ ব্যক্তির

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, রাজ্য বেড়েই চলেছে মদ্যপান৷ সেই হার কমানোর চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ এমনকি ২০১০ সালের পর থেকে নতুন মদের দোকান খুলতে দেওয়া হয়নি৷ সেই সঙ্গে সম্প্রতি ৬৪টি দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে৷ আর এবার বার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ডাম্পারের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

আগামী ১ এপ্রিল থেকে এই নতুন আবগারি নীতি কার্যকর করা হবে মধ্যপ্রদেশে৷ নতুন এই আবগারি নিয়মে বলা হয়েছে, এবার থেকে শুধুমাত্র দোকানেই বিক্রি হবে মদ৷ বাইরে বা বারে বসে পান করা যাবে না৷ শিক্ষা প্রতিষ্ঠান, মহিলাদের হোস্টেল ও ধর্মীয় স্থান থেকে মদের দোকানের দূরত্ব আগে ছিল ৫০ মিটার৷ সেই দূরত্ব বাড়িয়ে ১০০ মিটার করা হয়েছে৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor