রেল দুর্ঘটনায় মৃত্যুমিছিল, জেনে নিন হেল্পলাইন নম্বরগুলি

0
196

খাস খবর ডেস্ক: শুক্রবার ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল ওড়িশার বালেশ্বর। বালেশ্বরের কাছে বাহানাগা বাজারে দুর্ঘটনার কবলে তিনটি ট্রেন। শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের লাইনচ্যুত চারটি কামরা। এরপর করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ধাক্কা মারে একটি মালগাড়িতে।

আরও পড়ুন: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে ৩টি ট্রেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়াল, চারপাশে ধ্বংসস্তূপ

- Advertisement -

ঘটনায় কার্যত মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত অন্তত ২০০ জন। এছাড়াও বড়সড় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই অবস্থায় চালু করা হল কয়েকটি হেল্পলাইন নম্বর। হাওড়া ডিভিশনের হেল্পলাইন নম্বর 033 2638 2217। খড়গপুর ডিভিশনের হেল্পলাইন 8972073925/9332392339। বালেশ্বর ডিভিশনের হেল্পলাইন নম্বর 8249591559/ 7978418322। শালিমার ডিভিশনের জন্য 9903370746।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের যে রকম সাহায্যের জন্য খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। তার নম্বর 6782262286। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি নম্বর টুইট করেছেন। ডঃ শঙ্কর কুমার গুছাইত 9083769973। রমা গিরি 7548001886। রুদ্রাংশু বেরা 9547176699। রামলাল জানা 9734428277। এছাড়া বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান শুভেন্দু।

উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেবক সংঘ। ঘটনাস্থলে উপস্থিত বালেশ্বরের সহ বিভাগ প্রচারক বিষ্ণু জী। তাঁর নম্বরও দিয়েছেন শুভেন্দু। বিষ্ণু জী 94398 61204।