ফের নিরাপত্তা এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ ব্যক্তির

0
79
second-Hooghly-Bridge

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের পুলিশের নিরাপত্তা এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু (second Hooghly Bridge) থেকে মরণ ঝাঁপ এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ প্রশ্ন উঠছে পুলিশের চোখ এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি ঝাঁপ দিল গঙ্গায়৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

সূত্র মারফত জানা যায়, সোমবার সকালে বাইকে করে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি৷ সেই সময় ব্রিজের উপর বাইক দাঁড় করান তিনি৷ এরপরই সবার অলক্ষ্যে আচমকাই ব্রিজের ঘেরাটোপ টপকে গঙ্গায় ঝাঁপ দেন৷ ঘটনাটি নজরে পড়ে অপর এক ব্যক্তি৷

আরও পড়ুন: Weather Update: আজ থেকে বাড়বে রোদের তেজ, শহরে তাপমাত্রা কততে পৌঁছাবে, জানুন পূর্বাভাস…

ওই ব্যক্তি পিছন থেকে আসছিলেন৷ সেই সময় তাঁকে বাঁচানোর জন্য আটকানোর চেষ্টা করেন৷ কিন্তু তিনি আটকাতে পারেননি। পরে তিনিই দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে কর্মরত পুলিশ আধিকারিকদের এই ঘটনার খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

তারা বাইকটি উদ্ধার করেন। তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ সেই সঙ্গে ওই ব্যক্তির দেহ তল্লাশি করতে রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়েছে৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ কেন ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ৷

আরও পড়ুন: Weather Update: আজ থেকে বাড়বে রোদের তেজ, শহরে তাপমাত্রা কততে পৌঁছাবে, জানুন পূর্বাভাস…

যে ব্যক্তি বাঁচানোর চেষ্টা করেন তিনি বলেন, ‘‘ব্রিজের উপর একপাশ করে বাইকটি দাঁড়ানো দেখেছি৷ সন্দেহ হতেই তাকিয়ে দেখি এক ব্যক্তি আত্মহত্যার জন্য ঝাঁপ দেবেন৷ সেই সময় আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করি৷ দূর থেকে হাত দেখিয়ে দাঁড়াতে বলি৷ কিন্তু কাছে আসার আগেই ওই ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেন৷’’