“অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম”, জানালেন মানিক ঘনিষ্ঠ তাপস

0
31
Tapas Mandal said about recruitment corruption

খাস ডেস্ক: “অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম!” নিজাম প্যালেসে থেকে বেরিয়ে এমনটাই বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mandal said about recruitment corruption)। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে পেশের জন্য তাপস মণ্ডল সহ নীলাদ্রি ঘোষ, কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম ও আবদুল খালেককে নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে যাওয়া হল।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, এদিন আদালতে পেশ হওয়ার আগে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলেন, “অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম! প্রভাবশালী একজন আমায় ফাঁসিয়েছে! কুন্তল যেই টাকাটা ডিমান্ড করেছিল সেটাই আমি তুলেছি।” এদিকে, এদিন কুন্তল ঘোষ বলেন, “আমি খুশি হয়েছি। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে।” পাশাপাশি এদিন শেখ সাহিদ ইমামকে আদালতে প্রবেশ করার সময় তিনি জানান তাকে ফাঁসানো হয়েছে। এদিন তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, কৌশিক ঘোষ, কুন্তল ঘোষ, শেখ আলী ইমাম, শেখ শাহিদ ইমাম সহ আব্দুল খালেক কে আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন-নবান্নের কড়া নির্দেশ অমান্য করে DA-র দাবিতে আজ থেকেই টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে উঠে এসেছে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নাম জড়িয়েছে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। এরপরেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতির মতো কয়েকজনের নাম। এরপরেই ধৃতদের একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গতকাল বিকেলে নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপসকে রবিবার দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘণ্টা তিনেক জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor