নবান্নের কড়া নির্দেশ অমান্য করে DA-র দাবিতে আজ থেকেই টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি

0
56
DA demanded a 48-hour strike from today

খাস ডেস্ক: ‘অফিসে না এলেই হতে পারে শো-কজ’, গত শনিবার সরকারি কর্মচারীদের কর্মবিরতির ডাকে এমনটাই কড়া নির্দেশ দিয়েছিল নবান্ন! কিন্তু নবান্নের কঠোর নির্দেশ অমান্য করেই আজ থেকে সরকারি কর্মচারীদের টানা ৪৮ ঘণ্টা চলবে কর্মবিরতি (DA demanded a 48-hour strike from today)। জানা গিয়েছে, আজ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, বকেয়া DA এর দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতির ডাকে কঠোর রাজ্য! ‘অফিসে না এলে শো-কজ’। অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের। নাহলে কর্মজীবনে বড়সড় প্রভাব পড়তে পারে। সরকারি কর্মচারীদের কর্মবিরতির ডাকে এমনটাই কড়া নির্দেশ দিয়েছিল নবান্ন। গত শনিবার এপ্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়।

আরও পড়ুন-রাজ্যে কমাতে হবে মদ্যপানের হার, বন্ধ হবে বার

উল্লেখ্য, রাজ্য বাজেটে ডিএ ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারপরেই রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন সরকারি কর্মচারী। এর আগে পরিষদের সদস্যেরা বৃহস্পতিবার নব মহাকরণের সামনে প্রতিবাদও দেখান। ওই সংগঠনের বক্তব্য, রাজ্য বাজেটে বকেয়া ডিএ-র কোনও উল্লেখ নেই। শুধু তাই নয়, মাত্র ৩% ডিএ দেওয়ার প্রতিবাদে তারা সোম ও মঙ্গলবার (২০ এবং ২১ ফেব্রুয়ারি) লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। মাত্র তিন শতাংশ ডিএ বাড়ানোর রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তারা মানছেন না।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor