ডাম্পারের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

0
70
injured

পশ্চিম মেদিনীপুর: উল্টে গেল একটি চলন্ত যাত্রীবাস৷ আহত (Injured) কমপক্ষে ১৫ জন যাত্রী৷ সপ্তাহের প্রথম দিন সোমবার এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা চাঁদপুর এলাকায়৷ ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ এসে আহতদের উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা চাঁদপুর এলাকা হয়ে একটি যাত্রীবাহী বাস হাওড়ায় আসছিল৷ ওই বাসে ৬০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ পথে চাঁদপুর এলাকায় পণ্যবোঝাই ডাম্পারের সঙ্গে ওই বাসটির মুখোমুখি ধাক্কা লাগে৷

আরও পড়ুন: Horoscope: আর্থিক সমস্যা-বাড়তি খরচ, সিংহ-তুলা সহ পাঁচ রাশির জীবনে পরিবর্তন… 

দুর্ঘটনায় উল্টে যায় বাসটি৷ যার জেরে আহত হন বেশ কয়েকজন যাত্রী৷ স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে৷ শুরু করে উদ্ধারকার্য৷ পাশাপাশি দাসপুর থানায় খবর দেয়৷ এই দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

ঘটনার পর লরির চালক পলাতক৷ লরিটি আটক করেছে পুলিশ৷ পাশাপাশি ওই চালকের খোঁজ চালাচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ৷ ঘটনা প্রসঙ্গে দুর্ঘটনাগ্রস্থ বাসের চালক গোপাল সামন্ত বলেন, “পেট্রোল পাম্প থেকে উঠতেই ডাম্পার সামনে এসে ধাক্কা মারে। আমার হাতে লেগেছে। ওই ডাম্পারের গতিবেগ বেশি ছিল৷’’

আরও পড়ুন: Weather Update: আজ থেকে বাড়বে রোদের তেজ, শহরে তাপমাত্রা কততে পৌঁছাবে, জানুন পূর্বাভাস…