Covid 19: স্কুলে এবার করোনার হানা, আক্রান্ত ২৫ জন ছাত্রী 

0
645

খাস খবর ডেস্ক: প্রায় দুই বছর পর মহামারী কাটিয়ে সুস্থতার পথে এগোচ্ছে দেশ। খুলেছে স্কুল-কলেজ, চলছে ট্রেনও। বেশকিছু দিন আগেই খুলেছে স্কুল। আর তার মাঝেই ঘটল বিপত্তি। করোনা ধরা পড়ল সরকারি স্কুলে।

জানা গিয়েছে, ওড়িশার ময়ুরভঞ্জ জেলা স্কুলে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন ছাত্রী। যদিও প্রত্যেক ছাত্রীই আপতত স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক রূপাভানু মিশ্র।

- Advertisement -

আরও পড়ুন-Arrest: প্রায় ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার সীমান্তে, বিএসএফ-র জালে পাচারকারী

স্থানীয় সূত্রের খবর, ওড়িশার এই স্কুলটিতে রয়েছেন মোট ২৫৬ জন ছাত্রী ও ২০ জন কর্মী। এই সংক্রমণের খবর পেয়েই স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিল জেলা সদর দফতর ও সাব কালেক্টর রজনীকান্ত বিশওয়ালের তত্ত্বাবধানে এক বিশেষ চিকিৎসক দল। সেখানে তারা জানতে পারে, বেশ কিছুদিন ধরে কয়েকজন ছাত্রীর ঠান্ডা, কাশি , জ্বরের সমস্যা ছিল। এরপর তাদের পরীক্ষা করালে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। যদিও এখন ওই ছাত্রীদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ওই স্কুলে একটি স্বাস্থ্য দল অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। পাশাপাশি বাকিদের ওপরেও নজর রাখছে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-Elephant: সাতসকালে দলমার দাঁতালের উপদ্রব, আতঙ্কে বাঁকুড়াবাসী

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৪৮১ জন। একইসঙ্গে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৩২৪ জন। আর একদিনে করোনার বলি হয়েছেন ৬২১ জন।