ছাত্রানাং অধ্যয়নং তপঃ, পড়ুয়াদের চৌকাঠে কড়া নাড়ছেন শিক্ষকেরা

0
152

খাস খবর ডেস্ক: করোনা আবহে স্বাভাবিক জীবনযাত্রায় বেশ কিছুটা ছন্দপতন ঘটেছে। তার প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনেও। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৬ ই নভেম্বর থেকে সরকারী নির্দেশ মেনে সরকারী বিদ‍্যালয়ের পঠনপাঠন শুরু হয়েছে। যদিও প্রাথমিকের পড়াশোনা এখনো শুরু হয়নি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দিন ভাগ করে চলছে পঠনপাঠন। কিন্তু ক্লাস শুরু হলেও গ্ৰামীণ এলাকায় বিদ‍্যালয়ে পড়ুয়াদের হার ভাবাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। বিদ‍্যালয়েই আসছে না পড়ুয়ারা।

বিদ‍্যালয়ে গেলেই বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা বাড়বে। আশঙ্কাও তাই থাকছে। বিদ‍্যালয় খুললেও যেতে এখনও আশঙ্কা রয়েছে মনে মনে । এই পরিস্থিতিতে এবার বাড়ি বাড়ি হাজির হলেন পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ছোটবেলুন উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষকরা। এখনও যারা বিদ‍্যালয়ে যাচ্ছে না সেই সমস্ত পড়ুয়াদের আশ্বস্ত করলেন শিক্ষকরা। সামনেই পরীক্ষা রয়েছে । তাই বিদ‍্যালয়ে যাওয়া জরুরী বলেও জানান শিক্ষকরা।

- Advertisement -

পাশাপাশি,বিদ‍্যালয়ে কী কী সতর্কতা অবলম্বন করা হয়েছে , কবে কোন শ্রেণীর পঠনপাঠন হচ্ছে, তা পাড়ায় গিয়ে সকলকে বোঝান শিক্ষকরা। পড়ুয়ারা যাতে নির্ভয়ে বিদ‍্যালয়ে আসে সেই আবেদন করেন অভিভাবকদের কাছে। এখনও সকলের ভ‍্যাকসিন হয়নি। অনেকের মনেই করোনার ভয় রয়েছে তবুও অভিভাবক সহ পড়ুয়াদের সেই ভয় কাটিয়ে বিদ‍্যালয়ে আসার জন‍্য আবেদন জানান শিক্ষকরা। সব মিলিয়ে বিদ‍্যালয় ক‍্যাম্পাসকে পুরানো চেহারায় ফেরাতে প্রয়াস জারি ছোটবেলুন উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষকদের ।