ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

0
70

খাস খবর ডেস্ক: বড় ছেলের লাঠির মোক্ষম আঘাত। তার জেরে প্রাণ হারাতে হল বাপকে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শেরপুর উপজেলার শ্রীবরদী থানা এলাকায়। মৃতের নাম সুরুজ আলি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৭০ বছর বয়সী সুরুজ আলির সঙ্গে তাঁর বড় ছেলে বিল্লাল হোসেনের দীর্ঘদিনের বিবাদ। প্রায়ই তাঁদের মধ্যে কথা কাটাকাটি হত। শুক্রবার বিকেলে সুরুজ আলি বাজারে গিয়েছিলেন। এ সময়ই লাঠি হাতে বাবাকে আক্রমণ করেন বিল্লাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরুজ আলির।

সুরুজ আলির তিন ছেলে, দুই মেয়ে। এক মেয়ে ইসমত আরা বলেন, “বড়ভাই বাবাকে একদম সহ্য করতে পারত না। বাবাকে দেখলেই মারতে আসত। লোকে সেজন্য মানসিক রোগি বলত ওকে। আজ শেষপর্যন্ত মেরেই ফেলল।” ছোট ছেলে কুদ্দুস আলির কথায়, “জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে বড়ভাইয়ের প্রায়ই ঝগড়া লাগত। শুক্রবার দুপুরেই কথা কাটাকাটি হয়। তারপর বিকেলে বাবাকে পিটিয়ে মেরে ফেলল।”

আরও পড়ুন: মৌতাতে বাধা দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই, দাবি উঠল গাঁজা সেবন বৈধ করার

শ্রীবরদী থানার পুলিশ সুরুজ আলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে অভিযুক্ত বিল্লাল হোসেন ফেরার। ছোটভাই কুদ্দুস আলি-ও জানান, “বড়ভাইকে ধরার জন্য বেশ কয়েক জায়গায় গিয়েছি আমি। কিন্তু পাইনি।”