পুকুর পাড়ে মানুষের হাড়গোড়, জঙ্গলমহলে তীব্র চাঞ্চল্য

0
33

বাঁকুড়া: গ্রামের এক পুকুর পাড়ে মৃত মানুষের হাড়গোড় উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার বড়বাইদ গ্রামে। শনিবার সকালে গ্রামের ওই পুকুর পাড়ে হাড়গোড় দেখতে পেয়ে স্থানীয়রাই গঙ্গাজলঘাটি থানায় খবর দেন। পরে পুলিশ গ্রামে গিয়ে ওই হাড়গোড় উদ্ধার করে।

আরও পড়ুন:  ‘লোকে কেন আপনাদের আক্রমণ করছে? কেন চোর বলছে?’ মমতাকে প্রশ্ন দিলীপের

- Advertisement -

অন্যদিকে মেজিয়া থানার বানিপুর গ্রামের আনন্দ ভুঁই নামে এক ব্যক্তির দাবি, উদ্ধারকৃত হাড়গোড় তার ‘নিখোজ’ বাবার। গত ২০২১ সালের অক্টোবর মাস থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেই সময় বিষয়টি মেজিয়া থানায় লিখিতভাবে জানানো হয়। এদিন হাড়গোড়ের কাছে পড়ে থাকা পোশাক দেখেই তিনি তার বাবা বলে চিহ্নিত করেছেন বলে দাবি করেন। পুলিশের পক্ষ থেকে হাড়গোড় উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  দায় ঝেড়ে ফেললেন আন্দোলনকারীরা! অভিষেকের কনভয়ে হামলার নেপথ্যে কে?

বস্তুত, একটা সময় গুলি, বোমা, মানুষের দেহ কিংবা হাড়গোড়- জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে রীতিমতো বারমাস্যা হয়ে দাঁড়িয়েছিল৷ দিনভরই চরম আতঙ্কের মধ্যে থাকতেন বাসিন্দারা৷ প্রায় দেড় যুগের ব্যবধানে ফের হাড়গোড় উদ্ধারের ঘটনায় পুরনো স্মৃতি মনে পড়ে যায় অনেকের মনে৷ তবে অকারণে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফে বাসিন্দাদের আশ্বস্ত করা হয়৷

আরও পড়ুন: বারুদের স্তুপে বাংলা? জঙ্গলমহলে ফের অশান্তির মেঘ! – মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে সব পক্ষ