মৌতাতে বাধা দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই, দাবি উঠল গাঁজা সেবন বৈধ করার

0
68

খাস খবর ডেস্ক: মৌতাতে বাধা দেওয়ার অধিকার কী রাষ্ট্রের রয়েছে? সম্প্রতি এ প্রশ্নই উঠে যাচ্ছে। বিশ্বের প্রায় সব দেশেই গাঁজা সেবন নিষিদ্ধ। এর মধ্যে অনেক দেশেই এটি বৈধ করার দাবি ওঠে। এবারে একই চিত্র দেখা গেল হিটলারের দেশ জার্মানিতেও।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে গাঁজাকে বৈধতা দেওয়ার দাবিতে পথে নামেন অজস্র মানুষ। জার্মানির মসনদে এই মুহূর্তে জোট সরকার। সেই সরকারের উদ্দেশ্যে আন্দোলনে সোচ্চার হন নাগরিকেরা।

বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের ঠিক সামনে নিজেদের দাবি নিয়ে সমবেত হন নাগরিকেরা। গাঁজা সেবনকে তাঁরা কোনওমতেই অপরাধ মনে করেন না। ফলতঃ দেশের সরকারের কাছেও অনুরোধ জানাচ্ছেন যাতে গাঁজা সেবনকে অপরাধ হিসেবে গণ্য না করা হয়। পাশাপাশি সরকারের কাছে গাঁজা নিয়ে উপযুক্ত আইন প্রণয়নের-ও দাবি পেশ করেন তাঁরা।

আরও পড়ুন: শুরুতেই অন্তর্কোন্দল, শাহবাজ শরিফের সরকারকে নিয়ে অনিশ্চয়তা পাকিস্তানে

উল্লেখ্য, গাঁজাকে সম্পূর্ণভাবে অবৈধ জার্মান সরকারও মনে করে না। এর আগে গত ডিসেম্বর মাসে লাইসেন্সপ্রাপ্ত দোকানে প্রাপ্তবয়স্কদের জন্য সীমিত পরিমাণে গাঁজা বিক্রি বৈধ করার আইন প্রণয়নের অঙ্গীকার করা হয়েছিল জোট সরকারের তরফে। দেশে প্রায় ৪০ লাখের কাছাকাছি মানুষ সেবন করেন বলে ধারণা করা হয়। সরকার মনে করে, সীমিত পরিমাণে গাঁজা সেবনকে যদি বৈধতা দেওয়া হয়, সেক্ষেত্রে ভেজাল গাঁজা সেবন রোধ করা যাবে। সেইসঙ্গে তরুণ সম্প্রদায়কেও নেশামুক্ত করা সম্ভব।