কলকাতার রাস্তায় বোমা ভর্তি অটো, নাশকতার আশঙ্কা

0
64

কলকাতা: বগটুইয়ের গণহত্যার রেশ এখনও দগদগে৷ এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে কলকাতার উপকন্ঠে হরিদেবপুরে একটি পরিত্যক্ত অটো থেকে উদ্ধার হল ১৯টি তাজা বোমা এবং একাধিক আগ্নেয়াস্ত্র৷ কি কারণে বোমাগুলি পরিত্যক্ত অটোতে আনা হয়েছিল? এগুলি কি অন্যত্র পাচার করা হচ্ছিল? নাকি কোনও এলাকায় বিস্ফোরণ ঘটানোর জন্য মজুত করা হয়েছিল? তদন্তে নেমে এমনই হাজারও প্রশ্ন উঠে আসছে তদন্তকারীদের সামনে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চক্রবেড়িয়া থেকে বিজয়গড় রুটের একটি অটোকে ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিসকর্মীদের। এরপরেই তল্লাশিতে উদ্ধার হয়েছে ওই বোমা এবং আগ্নেয়াস্ত্র। অটোর পিছনের সিটের নীচে থাকা সাউন্ড বক্সের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় এই বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে অটো-সহ সেই বস্তা হরিদেবপুরে নিয়ে যাওয়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে কী কারণে এত বোমা এবং অস্ত্র ওই অটোয় রাখা ছিল।

- Advertisement -

পুলিশের এক কর্তা বলেন, ‘‘পরিত্যক্ত ওই অটোটি কখন, কোথা থেকে এবং কিভাবে সংশ্লিষ্ট এলাকায় এল, কে এই অটোটিকে চালিয়ে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখতে পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷’’ বিশেষত, এই বোমা কোথাও পাচার করা হচ্ছিল? না নাশকতার ছক ছিল? এটাই ভাবিয়ে তুলছে গোয়েন্দাদের৷ কারণ, ৪১ পল্লি ক্লাব এলাকার মতো জনবহুল রাস্তায় এভাবে তাজা বোমা উদ্ধার ঘিরে স্বাভাবিকেই আতঙ্কিত স্থানীয়রা।

আরও পড়ুন: মুঙ্গেরকে পিছনে ফেলে বোমা-বন্দুক শিল্পে অনেক এগিয়ে বাংলা: Sukanta Majumdar