সাবধান! বাজারে ঘুরছে পাঁচশো টাকার জাল নোট, গ্রেফতার তিন

0
26

জলপাইগুড়ি: দেখতে হুবহু আসল ৫০০ টাকার নোটের মতোই৷ পুলিশ কর্তারা বলছেন, খালি চোখে বোঝা অত্যন্ত দূরুহ, যে এই নোট আসলে নকল! বেশ কিছুদিন ধরেই জাল ৫০০ টাকার নোটের খবর আসছিল পুলিশের কাছে৷ তারই ভিত্তিতে তদন্ত নেমে অবশেষে নকল পাঁচশো টাকার জাল নোট সমেত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ৷

আরও পড়ুন: চুপ চাপ আপে ছাপ, বাংলার গ্রামাঞ্চলে মমতার ভিত নড়াতে কেজরিওয়ালের নয়া কৌশল

- Advertisement -

পুলিশ সূত্রের খবর: গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের কাছ থেকে পাঁচশো টাকার ৫২ টি জাল নোট উদ্ধার হয়েছে। পাশাপাশি দুটি ঘটনায় রাজগঞ্জ থানার পুলিশ বাই সাইকেল এবং ই-রিক্সার একটি বড় চক্রকে গ্রেফতার করতে পেরেছে বলে জেলা পুলিশের দাবি৷

আরও পড়ুন: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত দিয়েই জাল নোট ভারতে ঢুকছে৷ তারপরে তা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হত৷ এই জাল নোট খালি চোখে বোঝা দুরূহ৷ সেকারণেই বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করতো দুষ্কৃতীরা৷ তাঁদের মাধ্যমেই জাল নোট রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়া হত৷ ধৃতদের জেরা করে জাল নোট চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানতে চাইছেন তদন্তকারীরা৷ তদন্তের স্বার্থেই পুলিশের তরফে ধৃতদের নাম প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি৷

আরও পড়ুন: অর্জুন মুখ খুলতেই ভাটপাড়ায় আক্রান্ত পুলিশ, অসন্তুষ্ঠ দলের নেতারাই

আরও পড়ুন: জামাইষষ্ঠী সারতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন জামাই, সুযোগের স্বদ্ব্যবহার করল চোর