তিনদিনের আমেরিকা সফরে মোদী, আলোচনা সন্ত্রাসবাদ-আফগানিস্তান সহ একাধিক ইস্যুতে

0
31

 

খাস খবর ডেস্ক: চলতি সেপ্টেম্বরেই মোট তিনদিনের আমেরিকা সফরে রওনা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথারীতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন তিনি৷ কথা বলবেন একাধিক বিষয় নিয়ে।এর পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের একটি অনুষ্ঠানে মোদীর বক্তৃতা দেওয়ারও কথা রয়েছে৷ তাছাড়া এই প্রথমবার কোয়াডের অন্তর্গত চার রাষ্ট্রনায়ক সামনাসামনি বৈঠকে বসতে চলেছেন৷

- Advertisement -

আরও পড়ুন, ‘পঞ্জশির দখল করেছে তালিবান, উড়ছে পতাকা’, দাবি ওড়াল প্রতিরোধ বাহিনীর

তবে মোদী শুধুই যে আমেরিকা যাবেন, বৈঠকে বসবেন, এমনটা নয়৷ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে দুই রাষ্ট্রনেতাদের। এই মুহূর্তে বিশ্বের জ্বলন্ত সমস্যা সন্ত্রাসবাদ এবং আফগানিস্তান পরিস্থিতি। পাশাপাশি কপালে ভাঁজ ফেলছে ইন্দো-প্রশান্ত সাগরীয় জলবায়ু পরিবর্তনও। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনায় বসতে চলেছেন দু’জনে।

আরও পড়ুন, মন্ত্রীদের বিমানে বসিয়েই কসরত ভারতীয় বায়ুসেনার, জরুরি অবতরণ জাতীয় সড়কে

প্রধানমন্ত্রীর সফরের আগেই সাধারণত বিদেশে পৌঁছে যান সরকারি আধিকারিকরা। গিয়ে সফর পরিকল্পনা, পর্যাপ্ত আয়োজনের বন্দোবস্ত করেন৷ এবারও তার ব্যতিক্রম হবে না৷ ৯ সেপ্টেম্বর তারিখই মার্কিন মুলুকে পৌঁছে যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা। মোদী ওয়াশিংটনে পৌঁছোবেন ২৩ সেপ্টেম্বর। সেদিনই জো বাইডেনের সঙ্গে দেখা করবেন তিনি। এরপরই কোয়াডের অন্তর্গত জাপান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ কোয়াডের চারজন রাষ্ট্রনেতা এই প্রথম সামনাসামনি বৈঠকে বসবেন। দেশে ফেরার আগে ২৫ তারিখ বক্তব্য পেশ করবেন রাষ্ট্রসঙ্ঘের একটি সভায়। ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরের পর এটিই মোদীর প্রথম বিদেশ সফর।

সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আফগানিস্তান সমস্যা নিয়েও আলোচনা করবেন মোদাই-বাইডেন৷ বলাই বাহুল্য, তালিবান শাসিত আফগানিস্তান ইস্যুই এই বৈঠকের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। ট্রাম্প জমানা শেষে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটিই মোদীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

পাকিস্তান সরাসরি মদত দিচ্ছে তালিবানদের৷ তারা চায় কাবুলে তালিবান সরকার গঠিত হোক। চীন-রাশিয়া-ইরানও মান্যতা দিয়েছে তালিবানদের। এমন অবস্থায় মোদীর আমেরিকা সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।