শুধুমাত্র লাদাখের স্থানীয়রাই পাবেন ‘আবাসিক শংসাপত্র’, বড় ঘোষণা 

0
29

খাসখবর ডেস্ক: স্থানীয় বাসিন্দাদের জন্য লাদাখের প্রশাসন বড়সড় এক বিবৃতি জারি করেছে। লাদাখে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদেরই একমাত্র আবাসিক শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি জম্মু-কাশ্মীরের বহিরাগতদের চাকরি, জমি ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আবেদন করার অনুমতি দিয়েছে।

শনিবার পাস হওয়া লাদাখ সার্টিফিকেট অর্ডার ২০২১ অনুযায়ী, যেকোনো ব্যক্তি যার কাছে লেখ এবং কার্গিল জেলা কর্তৃপক্ষের কর্তৃক জারি করা স্থায়ী আবাসিক সার্টিফিকেট আছে সেই ব্যক্তি পিআরসি রেসিডেন্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য হবে। এ বিষয়ে এক মুখপাত্র জানান, লাদাখের প্রশাসনিক কোন বিভাগ বা পরিষেবা প্রতিষ্ঠান সমস্ত গেজেটেড পদে নিয়োগের উদ্দেশ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের সাময়িকভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে।

- Advertisement -

আরও পড়ুন-‘সত্যতা যাচাই করে তবেই টিকা নিন’, ভুয়ো ভ্যাকসিন রুখতে নয়া নির্দেশ 

জানা গিয়েছে,  প্রশাসন সকল পদের চাকরি প্রবেশিকা পরীক্ষার জন্য বয়সসীমা বাড়িয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সসীমা ৪৩ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। পাশাপাশি সাধারণ চাকরি প্রার্থীদের জন্য ৪০ থেকে ৪২ বছর পর্যন্ত এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪২ থেকে ৪৪ বছর পর্যন্ত ধার্য করেছে প্রশাসন।

আবাসিক শংসাপত্রের শুধুমাত্র লাদাখের জন্যই সীমাবদ্ধ করা হয়েছে। জম্বু কিংবা কাশ্মীরে এই শংসাপত্রের কোন মান্যতা নেই। জম্মু ও কাশ্মীর গ্রান্ট অব ডোমিসাইল সার্টিফিকেট (প্রসেসর) বিধি অনুযায়ী জারি করা হয়েছে, কিছু মানদণ্ড পূরণ করার পর আবাসিক সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন অ-স্থানীয় সরকারী কর্মচারী সহ স্থানীয়রা।