সিডনির মঞ্চে প্রধানমন্ত্রী মোদীকে ‘দ্য বস’ বলে সম্বোধন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

0
30

খাস ডেস্ক: সিডনিতে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তবত রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানেই মোদীর পাশে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস। মোদীর জনপ্রিয়তা কতটা তা গোটা বিশ্বের কার অজানা নয়। মার্কিন  প্রেসিডেন্ট পর্যন্ত বলেছেন তিনি নরেন্দ্র মোদীর অটোগ্রাফ নেবেন। তার পরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীকে “দ্য বস” সম্বোধন করেন ।

স্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস অনুষ্ঠানে উপস্থিত  শ্রোতাদের উদ্দেশ্যে মোদীকে নিয়ে বহু প্রশংসা করেছেন। শুধু তাই নয় কিংবদন্তি রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের  সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা তুলনা করেন। ব্রুস স্প্রিংস্টিন তাঁর ভক্তদের কাছে “দ্য বস” নামে পরিচিত। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন,  “আমি শেষবার এই মঞ্চে আমি কাউকে দেখেছিলেন এবং তিনি ব্রুস স্প্রিংস্টিন এবং তিনি প্রধানমন্ত্রী মোদী যে অভ্যর্থনা পেয়েছেন তা পাননি। প্রধানমন্ত্রী মোদী হলেন বস।” এর পরেই মঞ্চে উপস্থিত হাজার হাজার মানুষ জোরাল করতালিতে ভরিয়ে দেন।  দুই প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী মোদিকে ঐতিহ্যবাহী স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি ভারতীয় নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়।

- Advertisement -

প্রধানমন্ত্রী মোদির সামনে বক্তব্য রাখতে গিয়ে  আলবেনিজ ইভেন্টের পরে প্রধানমন্ত্রী মোদীর  সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলেছেন। অ্যান্থনি আলবানেস বলেছেন, “এক বছর আগে আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এটি আমাদের ষষ্ঠ বৈঠক হবে। এটি দেখায় যে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এটি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেশ।” সিডনি থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সিডনিতে ফের হাজির হতে পেরে খুব আনন্দিত। আমি একা নই। প্রধানমন্ত্রী আলবানেসজি আমার সঙ্গে আছে। ব্যস্ত সময়সূচি থেকে প্রধানমন্ত্রী আমার অনুষ্ঠানে উপস্থিত থাকায় আমি সম্মানিত। এই উপস্থিতি ভারতীয়দের প্রতি অস্ট্রেলীয়য় প্রধানমন্ত্রীর ভাসবাসা ব্যক্ত করছে।” উপস্থিত সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নমো