‘পঞ্জশির দখল করেছে তালিবান, উড়ছে পতাকা’, দাবি ওড়াল প্রতিরোধ বাহিনীর

0
34

 

খাস খবর ডেস্ক: কাবুলের দখল নেওয়ার পর প্রায় গোটা আফগানিস্তানই এখন তালিবানের দখলে। ব্যতিক্রম শুধু পঞ্জশির উপত্যকা। আমরুল্লাহ সালেহ-র নেতৃত্বে সেখানে কড়া টক্কর দিচ্ছে মাসুদ বাহিনী। পূর্বতন আফগান সরকারের দখলে থাকা একমাত্র প্রদেশ সেটি। আর এমন সময়ই দুঃসংবাদ! জানা গেল, তালিবান নাকি পঞ্জশির উপত্যকার দখল নিয়ে নিয়েছে। খবর ছড়ানো মাত্রই যদিও তা উড়িয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী।

- Advertisement -

আরও পড়ুন, মন্ত্রীদের বিমানে বসিয়েই কসরত ভারতীয় বায়ুসেনার, জরুরি অবতরণ জাতীয় সড়কে

তালিবানরা দখল নিয়েছে পঞ্জশির উপত্যকার, তাদের পতাকা উড়ছে সেই প্রদেশের রাজ্যপালের দফতরে। এমন খবরই প্রকাশ্যে এসেছিল সোমবার সকালে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও জানিয়েছিল, ‘আগের আফগান সরকারের দখলে থাকা একমাত্র প্রদেশ পঞ্জশির দখল করেছি আমরা। সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় এবং গোটা দেশের নিরাপত্তার স্বার্থে আমরা এই কাজ করতে পেরেছি। এই কাজে আমাদের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ।’ তার মতে, পঞ্জশিরের বাসিন্দাদের মুক্তি দিয়েছে তালিবানরা।

তালিব মুখপাত্রের কথায়, ‘সাধারণ মানুষকে বাঁচিয়েছি। আমাদের প্রতিশ্রুতি, পঞ্জশিরের মানুষদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। কোনও বঞ্চনা, গঞ্জনার স্বীকার হবেন না তাঁরা। ওঁরা প্রত্যেকেই আমাদের ভাই। আমরা একসঙ্গে একটি দেশ চালাতে চাই। আর এই পঞ্জশির বিজয়ের মাধ্যমে আমাদের দেশ যুদ্ধের কবল থেকে বেরিয়ে এল। এবার থেকে সমৃদ্ধি এবং স্বাধীনতা সমেত এখানকার নাগরিকরা বসবাস করবেন।’

আরও পড়ুন, কাশ্মীরে হঠাৎই বাড়ছে পাক-জঙ্গি সংখ্যা, সতর্কবার্তা জারি প্রশাসনের

এমন বিবৃতি, খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যেমের তরফে যোগাযোগ করা হয় প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধানের সঙ্গে। আমিরুল্লাহ সালেহ-র ঘনিষ্ঠ সেই ব্যক্তি অবশ্য অন্য দাবি করছেন। তালিবানি দাবি উড়িয়ে তাঁর বক্তব্য, ‘তালিবানি দাবি একেবারেই মিথ্যা। নর্দান অ্যালায়েন্স ফোর্স পাহাড়ের ওপর থেকে আক্রমণ করছে। অন্যদিকে তালিবানরা পাকিস্তানি হেলিকপ্টারের সাহায্যে আমাদের আক্রমণ করছে। তবু আমরা সুবিধাজনক অবস্থায় রয়েছি।’

জানা যাচ্ছে, এই মুহূর্তেও দুইপক্ষের যুদ্ধে কেঁপে উঠেছে আফগান মুলুক। অভিযোগ, এই যুদ্ধে তালিবানদের সাহায্য করছে পাকিস্তানিরা৷ ইসলামাবাদের পাঠানো ড্রোন থেকে বোমাবর্ষণ করা হচ্ছে।