মন্ত্রীদের বিমানে বসিয়েই কসরত ভারতীয় বায়ুসেনার, জরুরি অবতরণ জাতীয় সড়কে

0
28

খাস খবর ডেস্ক: এর আগে এমনটা কোনওদিন হয়নি৷ দুই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এবার মাঝ আকাশে চক্কর কাটবে বায়ুসেনার বিমান। দক্ষতা প্রমাণ করতে জরুরি অবতরণ করবে জাতীয় সড়কেই। শুনে মনে হতেই পারে এ কোনও ইউরোপীয় দেশের পরিকল্পনা। তবে তা নয়, এবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়িকে নিয়ে উড়ে যাবে বায়ুসেনার একটি বিমান। তারপর আবার অবতরণও করবে৷

তবে এক্ষেত্রে কোনও বিমানবন্দর কিংবা রানওয়েতে নয়৷ জাতীয় সড়কের মাঝামাঝি অবতরণ করবে বিমানটি।সাধারণ মানুষের একটা বড় অংশের ধারণা, ভারতে মন্ত্রীরা শুধুমাত্র সুযোগ-সুবিধা ভোগ করেন। সাধারণ মানুষ কিংবা সেনার জন্য যে পরিকাঠামো থাকে, তার চেয়ে ঢের ভাল সুযোগ সুবিধা পান তাঁরা। তবে এবার সেই ধ্যানধারণাকেই ভেঙে চুরমার করে দিতে চলেছেন রাজনাথ সিং, নীতিন গডকড়ি।

- Advertisement -

আরও পড়ুন: স্বস্তি: ১৬৭ দিন পর সর্বনিম্ন মৃতের সংখ্যা, কমছে দৈনিক সংক্রমণও

জানা গিয়েছে, রাজস্থানে বার্মারের জাতীয় সড়কের একটি অংশে অবতরণ করবে বিমানটি। বিমান অবতরণের জন্য সড়কের ওই অংশটি বিশেষভাবে নির্মিত হয়েছে। এই অবতরণের মাধ্যমে দুই মন্ত্রী সড়কটির উদ্বোধনও করবেন। তবে এমন বিমান অবতরণের জন্য রাস্তা নতুন কিছু নয়। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে এরূপ দু’টি সড়ক বানানো হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে মোট দু’টি এখনও বানানো হচ্ছে।

আরও পড়ুন: কাশ্মীরে হঠাৎই বাড়ছে পাক-জঙ্গি সংখ্যা, সতর্কবার্তা জারি প্রশাসনের

প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা দেশজুড়ে মোট ২৮টি অঞ্চল নির্বাচিত করেছিলেন, যেখানে এ ধরনের সড়ক বানানো যায় কিংবা উচিত৷ সেই কথামতোই এই বিশেষ সড়কগুলি বানানো হয়েছে। মূলত সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধবিমানের জরুরি অবতরণের জন্য এই সড়ক ব্যবহার করা হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে এগুলিই হয়ে ওঠে অস্থায়ী রানওয়ে । বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী বিমানে উঠলে প্রকৃতার্থেই পরীক্ষা হবে সড়ক এবং বায়ুসেনা উভয়েরই।