জাপানের  হিরোশিমায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন মোদী, দিলেন বিশেষ বার্তা

0
17

খাস ডেস্ক: G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরের সময়েই আজ হিরোশিমায় মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন। টুইটারে  একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দিয়েছেন।

জাপানের হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করে মোদী বলেছেন এই মূর্তি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। জাপানি ভাষায় একটি টুইটে তিনি লিখেছেন, “হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন। হিরোশিমায় এই আবক্ষ মূর্তিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়। শান্তি ও সম্প্রীতির গান্ধীবাদী আদর্শ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হয় এবং লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়।” মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করার পর সাংবাদিকদের  সঙ্গে কথা বলতে গিয়ে নমো বলেছেন,  আজও বিশ্ব যখন ‘হিরোশিমা’ শব্দটি শোনে তখন আতঙ্কিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার কথা উল্লেখ  করেছেন যেখানে প্রায় ১৪০,০০০ মানুষ মারা গিয়েছিল। জাপানের ‘হিরোশিমা’ নাগাসাকি শহরে পারমাণবিক বিস্ফোরণতনাএখনও চর্চিত হয়।

- Advertisement -

মোদী আরও বলেছেন, “G7 সম্মেলনের জন্য আমার জাপান সফরের সময় আমি মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করার সুযোগ পেয়েছি। হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিটি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে।” হিরোশিমা ছিল মানব ইতিহাসে পরমাণু অস্ত্রের প্রথম সামরিক লক্ষ্যবস্তু। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা বিশ্বের প্রথম পারমাণবিক হামলার শিকার হয়েছিল। মানুষ এবং সম্পত্তির অকল্পনীয় ক্ষতি হয়েছিল। তিন দিন পর ৯  আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে “ফ্যাট ম্যান” নামে আরেকটি বোমা ফেলে। যেখানে ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়। দুটি বোমা হামলাই যুদ্ধকালীন সময়ে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে।