আকাশের বুকে Welcomes Modi লিখে সিডনি স্বাগত জানাল ভারতের প্রধানমন্ত্রীকে

0
52

খাস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে মজে গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  তার তিন দেশ সফরের শেষ ধাপের অংশ হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তাতেই রয়েছে চমক। আকাশের বুকে ধুঁয়ার মত অক্ষরে স্বাগত মোদী (Welcomes Modi) লিখে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়েছে।

 নরেন্দ্র মোদী ২৩ মে একটি কমিউনিটি ইভেন্টে যোগ দিতে সিডনি সফর করছেন। মোদি সিডনিতে একটি সমাবেশে ভাষণ দেবেন সেখানে প্রায় ২০ হাজার লোক অংশ নেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এই সফরের সময় মোদী অস্ট্রলিয়ার একাধিক শিল্পপতি, সংস্কৃতি জগতের তারক-তারকাদের সঙ্গে দেখা করেছেন। সকলেই মোদীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গিয়েছেন।  তিনি সিডনিতে বেশ কয়েকজন শিল্পপতির সাথে বৈঠক করেছেন। এখানেই শেষ নয় মোদী অস্ট্রেলিয়ার সেলিব্রিটি শেফ সারাহ টডকেও আমন্ত্রণ জানান এবং  প্রাচীন ভারতীয় খাবার এবং আয়ুর্বেদ নিয়ে তাঁরা আলোচনা করেন।

- Advertisement -

আজ শেষ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ দেশের গতিশীল, বৈচিত্র্যময় ভারতীয় সম্প্রদায়কে উদযাপন করতে এখানে একটি বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সিডনির কুদোস ব্যাংক এরিনায় তিনি কমিউনিটি মেম্বারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী মোদীর সমর্থকরা ব্রিসবেন এবং ক্যানবেরা থেকে বিশেষ বাসের আয়োজন করেছেন। হিরোশিমায় G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান যাওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে তিনি একটি বিশেষ অনুষ্ঠানে সিডনিতে ভারতীয় সম্প্রদায়ের সাথে দেখা করবেন। সেই অপেক্ষার অবসান হবে। জানিয়ে রাখা ভাল, প্রধানমন্ত্রী মোদী সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছিলেন ২০১৪ সালে কেন্দ্রে প্রথম ক্ষমতায় এসে।