ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন

0
235

খাস খবর ডেস্ক: দিন কয়েক আগে চিন লাগোয়া ভারতের অসম এবং নেপালে ঘটেছিল ভূমিকম্প। একাধিকবার কেঁপে উঠেছিল ওই সকল এলাকার মাটি। এবার আরও বড় আকারে কেঁপে উঠল লাল চিনের মাটি।

আরও পড়ুন- বাংলার করোনা: টেস্ট বাড়তেই রাজ্যে সংক্রমণ ফের ঊর্ধমুখী, বাড়ছে সুস্থতাও

- Advertisement -

শুক্রবার সন্ধ্যায় চিনার ইয়ুনান প্রদেশে অনুভূত হয়েছে ওই কম্পন। সন্ধ্যা সাতটা বেজে ১৮ মিনিট নাগাদ ইয়ুনান প্রদেশের ডালি এলাকার মাটি কেঁপে ওঠে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস(USGS)।

আরও পড়ুন- প্রতিবন্ধকতা হারিয়ে মনের জোরে আজ সফল আবৃত্তিকার দেবস্মিতা নাথ

জানা গিয়েছে যে ডালি শহর থেকে ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ঘটেছে ওই ভূমিকম্প। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.১। যদিও এখনও পর্যন্ত হতাহতের ইষয়ে বিস্তারিত কোনও খবর পাওয়া যায়নি। ইয়ুনা প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেই পরিচিত। বিভিন্ন সময়ে কেঁপে ওই এলাকার মাটি। এর আগেও বিভিন্ন সময়ে ওই প্রকারের ঘটনার সাক্ষী থেকেছে ইয়ুনানা প্রদেশের বিভিন্ন এলাকা।