হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, সতর্কতা লালবাজারের

হ্যাক হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ। আর যার ফলে চুরি হয়ে যেতে পারে মোবাইলের মধ্যে থাকা যাবতীয় গোপন তথ্য।

0
155

খাস খবর ডেস্ক: হ্যাক হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ। আর যার ফলে চুরি হয়ে যেতে পারে মোবাইলের মধ্যে থাকা যাবতীয় গোপন তথ্য। এমনই সতর্ক আর্তা দিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন- বাংলার করোনা: টেস্ট বাড়তেই রাজ্যে সংক্রমণ ফের ঊর্ধমুখী, বাড়ছে সুস্থতাও

- Advertisement -

বর্তমান সময়ে মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মোবাইল ফোন। আর সেই মোবাইলের মাধ্যমে সমাজের সঙ্গে জুড়ে থাকার অ্যাপলিকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপ। সেখানেই নানাবিধ গোপন কথা এবং ছবি বা ভিডিও মজুত থাকে। সেই সকল তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

আরও পড়ুন- প্রতিবন্ধকতা হারিয়ে মনের জোরে আজ সফল আবৃত্তিকার দেবস্মিতা নাথ

একটি বিশেষ ধরণের মেসেজ আসতে পারে হোয়াটসঅ্যাপ বার্তায়। সেটি ফরওয়ার্ড করলেই ঘটতে পারে বড় অঘটন। এমনই জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। নিজেদের ফেসবুকের পেজ থেকে ওই মেসেজের ছবি পোস্ট করে তা বুঝিয়ে দিয়েছেন লালবাজারের কর্তারা।

কলকাতা পুলিশের পক্ষ থেকে ফেসবুকে লেখা হয়েছে, “পোস্টে দেওয়া ছবিটিতে যে মেসেজ রয়েছে, সেরকম কোনও মেসেজ আপনার ফোনে এলে, অনুরোধ, মেসেজটি ফরওয়ার্ড করবেন না, মেসেজটি খুব পরিচিত কেউ করলেও না। তার কারণ কিছু জালিয়াত এই পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করছে। আমাদের কাছে এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সুতরাং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।”

আরও পড়ুন- নারদ কাণ্ডে তৃণমূলের অবাঙালি আইনজীবীতে আপত্তি নেই বাংলাপক্ষের

করোনার টিকাকরণ নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতে নতুন স্টিকার প্যাক নিয়ে এল হোয়াটসঅ্যাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন স্টিকার প্যাক লঞ্চ করল হোয়াটসঅ্যাপ। এই নতুন হোয়াটসঅ্যাপ স্টিকার প্যাক-এর নাম ‘ভ্যাকসিন ফর অল’। সারা বিশ্বে মানুষজনের মধ্যে কোভিড ভ্যাকসিন সম্পর্কে সচেতনতা তৈরি করতেই হোয়াটসঅ্যাপ এই স্টিকার প্যাক নিয়ে হাজির হয়েছে।

একটি ব্লগে হোয়াটসঅ্যাপ-এর তরফে জানানো হয়েছে, সারা বিশ্বের ১৫০ এরও বেশি দেশ, রাজ্য এবং স্থানীয় সরকার-সহ হূ ও ইউনিসেফ এর মতো অর্গানাইজেশনের সঙ্গে হাত মিলিয়ে কোভিড-১৯ হেল্পলাইনগুলি সম্পর্কে মানুষজনকে সঠিক এবং জরুরি তথ্য পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশিই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ আরও জানিয়েছে যে, এখনও পর্যন্ত 3 বিলিয়নেরও বেশি মানুষের কাছে কোভিডের হেল্পলাইন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাঠানো হয়েছে।