Breaking News: করোনা পরিস্থিতিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি সরকারি কর্মীদের

0
509
Government Job

খাস খবর ডেস্ক: করোনা পরিস্থিতিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক আজ এই ঘোষণা করেছে। এর ফলে প্রায় দেড় কোটি কর্মী উপকৃত হবে। ১ এপ্রিল ২০২১ থেকে বর্ধিত হারে ভ্যারিয়েবল মহার্ঘ ভাতা (ভিডিএ) দেওয়া হবে। ১০৫ টাকা থেকে মাসিক ভিডিএ বাড়িয়ে করা হল ২১০ টাকা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।

- Advertisement -

প্রধান শ্রম কমিশনার কেন্দ্রীয় (সিএলসি) ডি পি এস নেগি আজ ডিএ বৃদ্ধির কথা জানান। নয়া এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় দেড় কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন। কেন্দ্রের বিভিন্ন সংস্থার অধীনে কর্মরত কন্ট্র্যাক্ট এবং ক্যাজুয়ালে থাকা কর্মীরাও সুবিধা পাবেন। শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানান, বাজারে জিনিসপত্রের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে কর্মীদের পাশে থাকার জন্যই এই পদক্ষেপ করা হল।