বাংলার করোনা: টেস্ট বাড়তেই রাজ্যে সংক্রমণ ফের ঊর্ধমুখী, বাড়ছে সুস্থতাও

0
55

কলকাতা: রাজ্যজুড়ে লকডাউন চললেও সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। উল্টে টেস্ট বাড়তেই একধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৭৭ হাজার ৬২৭। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছিল ৭০ হাজার ৬৩৮। নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৯১ জন। অর্থাৎ প্রায় ৭ হাজার টেস্ট বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় সাড়ে সাতশো। তবে আশার কথা হল, সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার।

রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department)-এর আজকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা ১৯ হাজার ৮৪৭ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। বাংলায় কোভিড-১৯ এর কারণে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৯ জনের।

- Advertisement -

স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ১ লক্ষ ৩০ হাজার ৯৬০ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে ১১৪টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এখনও ১টি ল্যাব অনুমতি অপেক্ষায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭০ হাজার ৬২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ৮৬ হাজার ৩৯৭। এর মধ্যে ১০.৪৩ শতাংশ ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় সুস্থতার হার ৮৮.১১ শতাংশ। রাজ্যে ২২৪টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। এর মধ্যে ১৮৩টি সরকারি ও ৪১টি বেসরকারি। হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ২১ হাজার ৬৯৬টি৷ আইসিইউ শয্যা রয়েছে ২ হাজার ৭১১টি। উল্লেখ্য, কলকাতায় একদিনে আক্রান্ত ৩,৫৬০ জন। উত্তর ২৪ পরগনা আক্রান্ত ৪,২৪০ জন। নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে আক্রান্ত যথাক্রমে ১০৯১, ১২৯৬, ১২৪৬ ও ১৩৯৩।

বি:দ্র: প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়, সেখানে আগের দিন সকাল ৯টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷