পথে নেমে সিভিক ভলান্টিয়ারদের ধমক আইসির, পাঠ দিলেন যান নিয়ন্ত্রণের

0
53
malda holi

হরিশ্চন্দ্রপুর:  আগামীকাল হোলি (holi)। রঙের উৎসবে মাতবে মালদহবাসী। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা। যানজট নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামলেন আইসি।

আরও পড়ুন :দোল পূর্ণিমার রাতে আকাশে দেখা যাবে বিশেষ চাঁদ, সূচনা ঘটাবে নতুন সময়ের

- Advertisement -

মঙ্গলবার করে কুশিদাতে বসে সাপ্তাহিক হাট। হোলি উপলক্ষে কেনাকাটার ভিড়।  পার্শ্ববর্তী বিহার থেকেও বহু ক্রেতা বিক্রেতারাও আসে এই হাটে। এরজেরে হাটের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কুশিদা নাকা চেকপোস্ট যাওয়ার পথে যানজট দেখে কনভয় থামিয়ে যান নিয়ন্ত্রণে নেমে পড়েন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের।

আরও পড়ুন :ভারতীয় বায়ুসেনার ইতিহাসে প্রথম,  কমব্যাট ইউনিটের দায়িত্বে মহিলা অফিসার, জানুন পরিচয় 

আরও পড়ুন :ম্যাচের দুদিন আগেও মোতেরায় প্রস্তুত হল না ২২ গজ, ফের পিচ বিতর্কে টিম ইন্ডিয়া

এত ভিড় যানজট দেখে প্রথমে ধমক দেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের। তারপরেই চলে যান কুশিদা বাংলা-বিহার নাকা চেকপোস্টে। সেখানে  বিভিন্ন গাড়ি থামিয়ে চলতে থাকে তল্লাশি। হোলির (holi) প্রাক্কালে যে কোনরকম অশান্তি এড়াতে সমগ্র এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি মালদহের হরিশ্চন্দ্রপুরবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন আইসি দেওদূত গজমের। প্রসঙ্গত দোলের পরের দিনই হোলি উৎসব। আর এই দোল পূর্ণিমার রাতে বিশেষ চাঁদের দেখা মেলে। প্রতি পূর্ণিমার রাতেই গোল থালার মত চাঁদ দেখা যায়। তবে দোল পূর্ণিমার রাতে যে চাঁদ দেখা যেতে চলেছে তা একটু হলেও আলাদা। প্রতি পূর্ণিমায় যে চাঁদ দেখা যায়, তাকে বলে Full Moon। তবে দোলের রাত্রিতে যে চাঁদ দেখা যেতে চলেছে, Worm Moon তার নাম।আসলে দোল পূর্ণিমার চাঁদের রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য। তার নামকরণের নেপথ্যে রয়েছে অষ্টাদশ শতাব্দীর ইতিহাস। এই ইতিহাস অনুসারে, শীত শেষে বসন্তকালের শুরুতে বিভিন্ন প্রাণী বেরিয়ে আসার কারণে মার্চ মাসের Full Moon কে আমেরিকার আদি জনগোষ্ঠী Worm Moon নাম দিয়েছিল।