চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরতে হল ফিরহাদকে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত

নওশাদকে গ্রেফতারের ঘটনায় সম্প্রতি ফুরফুরা শরিফের একাংশের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব বেড়েছে

0
126
firhad hakim on car parking fee

কলকাতাঃ ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে (firhad hakim)। ফিরহাদের বদলে দায়িত্ব দেওয়া হল হুগলি জেলা তৃণমূলের নেতা তপন দাশগুপ্তকে।  জানা গিয়েছে বিদায়ী চেয়ারম্যান ফিরহাদ নিজেই ফোন করে তপন দাশগুপ্তকে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন।

আরও পড়ুন :পথে নেমে সিভিক ভলান্টিয়ারদের ধমক আইসির, পাঠ দিলেন যান নিয়ন্ত্রণের

- Advertisement -

তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কেন সরতে হল ফিরহাদকে?  বর্তমানে ফুরফুরা শরিফের একাংশের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব তৈরি হয়েছে। কারণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকি। সম্প্রতি তাঁকে ৪২ দিন কারাবাসে থাকতে হয়েছে। গত ২১ জানুয়ারি ধর্মতলায় দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে ঘিরে কলকাতা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে আইএসএফ সমর্থকদের। সেই ঘটনার জেরে নওশাদ সহ ৮৮ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। আর এই কারণে অনেকেই রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ। তাই ফুরফুরা শরিফের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনীতির বৃত্ত থাকা একাংশ। কারণ ফিরহাদ কলকাতার মেয়র, সঙ্গে পুরমন্ত্রীর দায়িত্বও তাঁর কাঁধে। তাই হুগলির মতো জেলায় গিয়ে উন্নয়ন পর্ষদের কাজ দেখা ফিরহাদের পক্ষে সম্ভব হচ্ছিল না বলেই তপনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই দাবি প্রশাসনিক আধিকারিকদের। সঙ্গে ফুরফুরার উন্নয়নে গতি আনাও রাজ্য সরকারের লক্ষ্য। উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই ফুরফুরা শরিফ এলাকার উন্নয়নের জন্য এই পর্ষদ গড়েছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ সময় এই পর্ষদের চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর অবশ্য জেলাশাসকের হাতেই চলে গিয়েছিল এই পর্ষদের ক্ষমতা। কিন্তু তৃতীয় বার ক্ষমতায় আসার পর ফিরহাদকেই চেয়ারম্যান করা হয়।

আরও পড়ুন :নাগাল্যান্ডের পঞ্চমবারে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রিও, অভিনন্দন জানালেন মোদী-শাহ

হুগলি জেলা রাজনীতির অতি পরিচিত মুখ তৃণমূল বিধায়ক তপন। ফিরহাদের (firhad hakim) জায়গায় দায়িত্ব পাওয়ার পর তপন দাশগুপ্ত জানিয়েছেন, বুধবারই তিনি ফুরফুরা শরিফে যাবেন। কথা বলবেন ফুরফুরা শরিফের দায়িত্বপ্রাপ্তদে