ম্যাচের দুদিন আগেও মোতেরায় প্রস্তুত হল না ২২ গজ, ফের পিচ বিতর্কে টিম ইন্ডিয়া

0
47

বিশ্বদীপ ব্যানার্জি: ইন্দোরের সারফেসকে “বাজে” আখ্যা দিয়েছিল আইসিসি। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কথায়, “এই সারফেস খুব শুষ্ক ছিল। ফলে প্রথম থেকেই বাড়তি সুবিধা পেয়েছে স্পিনাররা। বোলার এবং ব্যাটারদের জন্য সমান সুযোগ ছিল না।” সূত্রের খবর, ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে বিসিসিআই।

আরও পড়ুন: Rishabh Pant: ঝড়ের মাঝে বসে রয়েছেন পন্থ, ভাইরাল ভিডিও

- Advertisement -

এদিকে এরই মধ্যে উঠে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। আহমেদাবাদে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট। অথচ ৪৮ ঘন্টা আগেও মোতেরায় তৈরি হয়নি ২২ গজ। আর এ বিষয়ে পুরো দায়-ই ভারতীয় টিম ম্যানেজমেন্টের ঘাড়ে চাপিয়েছে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এখনও পর্যন্ত পিচ সংক্রান্ত কোনও নির্দেশ-ই আসেনি ভারতীয় দলের পক্ষ থেকে।

এ খবর সামনে আসতে খুব স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। ইতিপূর্বে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্টের জন্য পিচ পছন্দ করেছিলেন স্বয়ং রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচকে তিনটি সারফেস দেখানো হয়। একটি উইকেট ছিল পুরোপুরি পাটা। আরেকটি অনেকটা নাগপুর টেস্টের উইকেটের মত। কিন্তু এই দুটির বদলে দ্রাবিড় বেছে নেন এই খতরনাক সারফেস। প্রথম থেকেই যার অনেক জায়গা খটখটে ছিল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কিন্তু মোতেরায় এখনও পর্যন্ত সে পথেই হাঁটেননি দ্রাবিড়। রাজ্য ক্রিকেট সংস্থার জনৈক কর্মকর্তা জানিয়েছেন, “কিউরেটররা একেবারে সাধারণ পিচ প্রস্তুত করেছে। যেমন গোটা মরশুমে থাকে, তেমনই। কারণ এখনও পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের থেকে নির্দিষ্ট কোনও নির্দেশ পাইনি আমরা।” পাশাপাশি তিনি জানান, “আমরা এমন পিচ তৈরি করার চেষ্টা করছি, যেখানে ভাল ম্যাচ হয়।”