দোল পূর্ণিমার রাতে আকাশে দেখা যাবে বিশেষ চাঁদ, সূচনা ঘটাবে নতুন সময়ের

0
176
Worm Moon

বিশ্বদীপ ব্যানার্জি: প্রতি পূর্ণিমার রাতেই গোল থালার মত চাঁদ দেখা যায়। তবে দোল পূর্ণিমার রাতে যে চাঁদ দেখা যেতে চলেছে তা একটু হলেও আলাদা। প্রতি পূর্ণিমায় যে চাঁদ দেখা যায়, তাকে বলে Full Moon। তবে দোলের রাত্রিতে যে চাঁদ দেখা যেতে চলেছে, Worm Moon তার নাম।

আরও পড়ুন: শনির উপগ্রহ টাইটান যেন দ্বিতীয় পৃথিবী, মানুষ বসতি গড়তে পারবে কি

- Advertisement -

কী পার্থক্য Full Moon আর Worm Moon এর মধ্যে? আসলে দোল পূর্ণিমার চাঁদের রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য। তার নামকরণের নেপথ্যে রয়েছে অষ্টাদশ শতাব্দীর ইতিহাস। এই ইতিহাস অনুসারে, শীত শেষে বসন্তকালের শুরুতে বিভিন্ন প্রাণী বেরিয়ে আসার কারণে মার্চ মাসের Full Moon কে আমেরিকার আদি জনগোষ্ঠী Worm Moon নাম দিয়েছিল।

 

ভৌগোলিক দিক থেকেও এই চাঁদের গুরুত্ব নেহাত কম নয়। উত্তর গোলার্ধে এ সময় থেকে শুরু হয় বসন্তকাল‌। এবং দক্ষিণ গোলার্ধে সূচনা ঘটে শরৎকালের। এই উত্তর গোলার্ধে Worm Moon নামকরণটির আরও একটি কারণ রয়েছে। এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেলে মাটির তলা থেকে বেরিয়ে আসে কেঁচো। এ কারণেই Worm Moon নামকরণ করা হয়েছে। নয়ত এটি আর পাঁচটা Full Moon -এর মতই।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে চলতি ২০২৩ সালে একটি বেশি Full Moon দেখা যেতে চলেছে। সাধারণত বছরে ১২টি Fool Moon দেখা যায়। এবারে ১৩টি দেখা যাবে। এছাড়া আগামী অগাস্ট মাসে দুটি Super Moon -এর সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। Super Moon অর্থাৎ বড় আকারের চাঁদ। এ সময় পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহকে আরও বেশি উজ্জ্বল দেখায়।