ভারতীয় বায়ুসেনার ইতিহাসে প্রথম,  কমব্যাট ইউনিটের দায়িত্বে মহিলা অফিসার, জানুন পরিচয় 

0
46
Shaliza Dhami

নয়াদিল্লি: মেয়েরা কেবল ঘরের নয় বাইরের কাজও সামলাতে পারে সেই প্রমাণ আরও একবার মিলল।  এই প্রথম ভারতে কোনও মহিলা অফিসারকে ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের কমান্ডের দায়িত্বে রাখা হয়েছে। কোনও মহিলা আধিকারিককে বায়ুসেনার ইতিহাসে ফ্রন্টলাইনে দায়িত্ব দেওয়া হল। যা দেশের নারীদের কাছে অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণারও।

ভারতীয় বায়ুসেনা ফ্রন্টলাইন কমব্যাট ওয়েস্টার্ন সেক্টরে ইউনিটের কমান্ডের দায়িত্ব দিয়েছে গ্রুপ ক্য়াপ্টেন শালিজা ধামিকে।  গ্রুপ ক্যাপ্টেন ধামি  ২০০৩  সালে হেলিকপ্টার পাইলট হিসেবে কমিশন পেয়েছিলেন এবং২,৮০০ ঘন্টারও বেশি উড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। শালিজা ধামি  একজন যোগ্যতাসম্পন্ন ফ্লাইং ইন্সট্রাক্টর, তিনি পশ্চিম সেক্টরে একটি হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানিয়ে রাখা ভাল, আইএএফ-এর একজন গ্রুপ ক্যাপ্টেন সেনাবাহিনীর একজন কর্নেলের সমতুল্য। দু’বার এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ দ্বারা প্রশংসিত হওয়ার পরে, এই অফিসার বর্তমানে একটি ফ্রন্টলাইন কমান্ড হেডকোয়ার্টার্সের অপারেশন শাখায় নিযুক্ত আছেন।

- Advertisement -

আরও পড়ুন: বাতাসা বিলি করে অনুব্রতর দিল্লি যাওয়ার খবর উদযাপন BJP-র

এই মাসের শুরুর দিকে, সেনাবাহিনী প্রথমবারের মতো মেডিকেল স্ট্রিমের বাইরে  মহিলা অফিসারদের কমান্ডের ভূমিকায় দায়িত্ব অর্পণ করা শুরু করে। তাদের মধ্যে প্রায় ৫০টি ফরোয়ার্ড  পোস্ট সহ অপারেশনাল এলাকায় ইউনিট প্রধান করবে। নর্দার্ন এবং ইস্টার্ন উভয় কমান্ডেই  মহিলাদের দায়িত্ব দেওয়া হবে। ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে পুরুষদের থেকে কোনও অংশে যে মহিলারা কম নয় তা আরও একবার দেখিয়ে দিলেন শালিজা ধামি। ভারতের সুরক্ষার ক্ষেত্রে স্থল, জল বা আকাশ সব ক্ষেত্রেই নিজেদের প্রমান করছেন মহিলা। শুধু তাই নয় শীর্ষ পদেও বসছেন। এমনকি সিয়াচেন যা সেনা হলেও সকলে সেখানে পৌঁছাতে পারেন না সেই দুর্গম এলাকাতেও মহিলা রয়েছেন দেশের নিরাপত্তার জন্য।