আজকের ময়দানের খাস খবর (৭ মার্চ, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
38
rohit-sharmas-answer-on-the-sudden-entry-of-umesh-yadav-youth-need-to-prove-that-he-is-fit-he-can-call-anytime

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

আফ্রিদি ও জয়সূর্যের ক্লাবে সাকিব

- Advertisement -

২২৭ ওয়ানডের ২১৫ ইনিংসে বল করে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।এই কীর্তি তিনি গড়লেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডে ইতিহাসের নবম বোলার সাকিব যিনি ৩০০ বা অধিক উইকেট শিকার করেছেন। অলরাউন্ডার হিসেবেও সাকিব নাম লেখালেন ৬০০০ রান ও ৩০০ উইকেট শিকারি ক্লাবে। শাহিদ আফ্রিদি ও সনৎ জয়সূর্যের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন বাংলাদেশের অলরাউন্ডার।

আরও পড়ুন: ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ তিন মহিলা খেলোয়াড়

পর্ন জীবনকে ভয়ংকর বললেন ফুটবলার অলিভার

প্রাক্তন ক্রিস্টাল প্যালেসের ফুটবলার ডমিয়ান অলিভার পর্ন জীবনকে ভয়ংকর বলে উল্লেখ করেছেন। ফুটবলজীবন ছেড়ে তিনি পর্নোজীবনকে বেছে নেওয়ার আট মাস পর এমন মন্তব্য করলেন। অলিভার বলেন, “আমি ফুটবলে থাকলে বেশ ভাল থাকতাম। অনেক বেশি উপার্জন করতে পারতাম। আসলে বাইরে থেকে পর্ন জগৎকে অন্যরকম মনে হলেও এখানে কোনো আনন্দ নেই। নিজের বাসায় রাত যাপন এবং পর্ন জীবন সম্পূর্ণ আলাদা।”

ফুটবলারদের অসদাচরণ নিয়ে মুখ খুললেন কিসিয়েল

ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস ধর্ষণের অভিযোগে কারাগারে রয়েছেন। নতুন অভিযোগ উঠেছে পিএসজি’র খেলোয়াড় আশরাফ হাকিমির বিরুদ্ধেও। এবার ফুটবলারদের আরও ভয়ংকর যৌন আচরণ নিয়ে মুখ খুলেছেন তাতিয়ানা কিসিয়েল। এমন খবরের মধ্যেই তাতিয়ানা কিসিয়েল নামের এক ইনফ্লুয়েন্সার এ বিষয়ে টিকটকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে কিসিয়েল বলেন, “আমি আর কখনও ফুটবলারদের পার্টিতে যাব না। এরকম পার্টিতে যাওয়া মানে, জীবনটা ধ্বংস হয়ে যাওয়া।”

৭ বছর বয়সেই আম্পায়ার

সবচেয়ে কম বয়সে আম্পায়ার হয়ে রেকর্ড করল ৭ বছরের এক ছেলে। লুইজিয়ানায় এক বেসবল টুর্নামেন্টে আম্পায়ারিং করে গিনেজ বুকে নাম লিখিয়েছে লাথান উইলিয়ামস। লুইজিয়ানায় এক বেসবল টুর্নামেন্টের আয়োজন করেছে এপিবেসবল। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করছে ৭ বছরের এক ছেলে। লাথানের আম্পায়ারিংয়ের ছবি তুলে সামাজিকমাধ্যমে ভাইরাল করেন তার মা-বাবা।

বেলজিয়াম দলকে আল্ডারভাইরেল্ডের বিদায়

আন্তর্জাতিক ফুটবলে ১৩ বছরের কেরিয়ারের ইতি টেনে দিলেন টবি আল্ডারভাইরেল্ড। বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।২০১৮ বিশ্বকাপে সেমি ফাইনালে ওঠা বেলজিয়াম দলের সদস্য ছিলেন আল্ডারভাইরেল্ড। গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া কাতার বিশ্বকাপেও খেলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তবে কাতারে সময়টা ভালো কাটেনি তার দলের, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।

স্কটল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ ওয়াটসন

২০১৯ সাল থেকে স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন শেন বার্গার। চলতি বছরই এ দায়িত্ব ছেড়ে সমারসেট ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন সাউথ আফ্রিকান এ ক্রিকেটার। এবার তার পরিবর্তে দায়িত্ব নিলেন ডাগ ওয়াটসন।

লাল জার্সিতে শেষটা রাঙালেন ব্রাজিল তারকা ফিরমিনো

ত্রিশ বছর পর ২০২০ সালে লিভারপুলকে লিগ শিরোপা জিতিয়ে নায়ক বনে গিয়েছিলেন ব্রাজিল তারকা রবার্তো ফিরমিনো। তার তিন বছর পর বিদায় লিভারপুলকে। শেষ সময়ে এসে ক্লাবটির জয়ে রাঙিয়ে নিলেন নিজেকে, করেছেন শেষ সময়ের গোল উৎসবও। ৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে ৭-০ গোলের জয় পায় লিভারপুল।একটি গোল করেন রবার্তো ফিরমিনো।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর দল থেকেও বাদ বাভুমা

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন টেম্বা বাভুমা। এবার প্রোটিয়াদের টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারালেন প্রাক্তন এই অধিনায়ক। তার জায়গায় নেতৃত্ব পেয়েছেন এইডেন মার্করাম।

চার মাসের জন্য মাঠের বাইরে নেইমার

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় আঘাত পেয়েছিলেন নেইমার। তার পর থেকেই ব্রাজিলীয় তারকা মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর ফিরতে অন্তত চার মাস সময় লাগবে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ চোট মুক্ত হওয়া সম্ভব নয়। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পিএসজি ফাইনালে পৌঁছলে, সেই ম্যাচেও নেইমারকে পাওয়া অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

সিনেমায় নেমে পড়লেন জাদেজা

সিনেমা ব্যবসায় নেমে পড়লেন রবীন্দ্র জাদেজা। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝেই নিজের প্রযোজিত সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন তিনি। সিনেমার নাম ‘পঁচাত্তর কা ছোরা’। ছবির পরিচালক জয়ন্ত জিলাটার। ‘পঁচাত্তর কা ছোরা’ মূলত রোম্যান্টিক-কমেডি। ছবিতে অভিনয় করবেন রণদীপ হুডা, নীনা গুপ্তা, সঞ্জয় মিশ্র এবং গুলশন গ্রোভারদের মতো হিন্দি সিনেমার পরিচিত মুখগুলি। ছবিটির শুটিং শুরু হবে খুব শীঘ্র। জাদেজা ছাড়াও তাঁর বিধায়ক স্ত্রী রিভাবাও যুক্ত রয়েছেন ছবি তৈরিতে। অফবিট ও হালকা মুডে ছবি দর্শকদের উপহার দেওয়ার কথা দিয়েছেন জাডেজা।

ধর্ষণের অভিযোগ মাথায় নিয়েই পিএসজিতে আশরাফ হাকিমি

মাসখানেক আগে ধর্ষণের অভিযোগে কারাবন্দি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। এবার পিএসজি তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধেও উঠল একই অভিযোগ। হাকিমিকে অবশ্য এখন পর্যন্ত জেল-জরিমানার ঝামেলায় পড়তে হয়নি। তবে এ তারকার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ফেলেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মামলার পরিপ্রেক্ষিতে চলছে তদন্ত। তবে মরক্কান তারকা থাকছেন তার দল পিএসজির সঙ্গেই। এখন পর্যন্ত এ মামলা নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তার দল। কোনো মন্তব্য করেননি এই তারকা নিজেও। এর মধ্যেই এলো এই নতুন খবর।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিজ্ঞাপনের শুটিংয়ে রোহিত

আগামী ৯ তারিখ আহমেদাবাদে সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া মধ্যে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাভাবিকভাবেই অনুশীলনে কোনো কমতি রাখতে চাইবে না ভারত। তবে অধিনায়ক রোহিতকে দেখা গেল অন্য কাজে ব্যস্ত। ম্যাচের দুদিন আগে বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত ভারতের অধিনায়ক। শুধু রোহিতই নয়, ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও ছিলেন সেই শুটিংয়ে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয় রোহিত-পান্ডিয়াদের বিজ্ঞাপনের সেই ভিডিও।

আইপিএলের প্রথম আসরে সর্বোচ্চ উইকেট পাওয়া পাকিস্তানি অবসরে

আইপিএলের প্রথম আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন পাকিস্তানি পেসার সোহেল তনভীর। এ একটি বারই পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে খেলার সুযোগ পেয়েছিল। সে আসরে রাজস্থান রয়্যালসকে শিরোপার জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। জাতীয় দলের হয়েও জিতেছেন বিশ্বকাপ। এমন বর্ণিল কেরিয়ার যার, সেই সোহেল তনভীর এবার থামছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

পিএসজিতেই থাকার ইঙ্গিত দিলেন মেসি

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) এসে প্রথম বছরটি ভাল কাটেনি লিওনেল মেসির। ঘুরে দাঁড়াতেও অবশ্য বেশি সময় নেননি। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়ক। পিএসজিতে থেকে যাওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিলেন।

বড় হারের পর খেলোয়াড়দের শাস্তি দিলেন টেন হাগ

লিভারপুলের বিপক্ষে ৭ গোল হজম করা কিছুতেই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সংবাদ সম্মেলনে এসে খেলোয়াড়দের পারফরম্যান্সকে অগ্রহণযোগ্য ও অপেশাদার বলার পরও ক্ষান্ত হননি। খেলোয়াড়দের শাস্তির আওতায়ই আনলেন ৫৩ বছর বর্ষীয় কোচ।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ফেব্রুয়ারির আইসিসির সেরা হওয়ার দৌড়ে তিন ক্রিকেটার কারা?

আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। পুরুষদের মধ্য ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া সেরার দৌড়ে আর দুই ক্রিকেটার হলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি। আর মহিলাদেরও সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। লরা উলভার্ট, ন্যাট স্কিভার-ব্রান্ট ও অ্যাশলে গার্ডনার রয়েছেন ফেব্রুয়ারির সেরা মহিলা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন।