আজও বহাল ৫০০ বছরের পুরনো রীতি, আবেগ ও ভক্তিভরে বিদায় বড় দেবীকে

0
50
durga

কোচবিহার: ৫০০ বছরের পুরনো রীতি মেনে বিসর্জন কোচবিহারের বড় দেবীর (boro debi)। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে কোচবিহারের (cooch behar) মহারাজা নরনারায়ণের আমলে শুরু হয় এই বড় দেবীর পুজো। কথিত আছে মহারাজা নরনারায়ণের স্বপ্নে আবির্ভূত হন দেবী। আদেশ দেন পুজো করার জন্য।

আরও পড়ুন : মর্মান্তিক, এলইডি টিভি বিস্ফোরণে মৃত্যু কিশোরের, ক্ষতিগ্রস্থ বাড়ির একাংশ

- Advertisement -

দেবীর স্বপ্নাদেশ পেয়ে কোচবিহারের (cooch behar) বড় দেবী (boro debi) বাড়িতে শুরু হয় এই বড় দেবীর পুজো। ৫০০ বছর পেরিয়ে গেলেও বড় দেবীর পুজোর রীতিনীতির কোন পরিবর্তন হয়নি।  একই রকম নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছেন দেবী।

আরও পড়ুন :‘অয়িগিরি নন্দিনী’র রক ভার্সন গেয়ে বিপাকে Iman Chakraborty

আজ দশমী। দেবী দুর্গার বিদায় বেলায় বড় দেবীর (boro debi) মন্দিরে উপচে পড়ে ভিড়। দশমী পুজোর পর খুলে দেওয়া হয়েছে বড় দেবীর মন্দির। বড় দেবীকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেন মহিলারা। এরপর প্রতিমাকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় কোচবিহারের লম্বা দেখি নিরঞ্জন ঘাটে। সেখানে বড় দেবীকে বিসর্জন দেওয়া হয়। এখন বলি নিষিদ্ধ। তবে প্রাচীন প্রথা মেনে আজও এখানে হয় শূকর বলি।  প্রসঙ্গত আজ দশমী। ৫ দিন পুজো শেষে আজ দেবী দুর্গার বিদায় বেলা। বিদায় লগ্নে আপামর বাঙালির মন ভারাক্রান্ত। মণ্ডপে মণ্ডপে চলছে দশমী পুজো। পুজো শেষে সিঁদুর খেলার পালা। বিষাদের মাঝে ঢাকের বাদ্যির তালে মন বলে উঠছে আসছে বছর আবার হবে।