গরমে ফুঁসছে ভারত, কমলা সতর্কতা জারি পশ্চিমবঙ্গে

0
51
heat wave

খাস ডেস্ক: তীব্র তাপপ্রবাহে ফুঁসছে গোটা ভারতবর্ষ। নাজেহাল অবস্থা কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গবাসীর। এর মধ্যেই ভারতের বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। Indian Metrological Departmentএর তরফ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে।

আরও পড়ুন এবার ছাগল চুরিকে কেন্দ্র করে ISF-TMC সংঘর্ষে তুলকালাম অশোকনগর

- Advertisement -

সোমবার পঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, দিল্লি, বিহার, চণ্ডীগড় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম ভারতের সমতল অঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশ ও পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। Indian Metrological Department জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

আরও পড়ুন Apple Store: উদ্বোধন হয়ে গেল ভারতে অ্যাপলের প্রথম স্টোর, উচ্ছ্বাসিত CEO Tim Cook

Indian Metrological Departmentএর আধিকারিক নরেশ কুমার জানান, “শুধু দিল্লিতে নয়, দেশের উত্তর-পশ্চিম অঞ্চল জুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য দুই দিন তাপপ্রবাহ তীব্র হতে পারে”। আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, “পূর্ব ভারতে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় গত চার দিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছি।” তবে নরেশ কুমার জানিয়েছেন, ‘পশ্চিমী ঝঞ্ঝা, যা বর্তমানে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করছে, শীঘ্রই সমভূমিতে প্রভাব ফেলবে।’ এর ফলে সম্ভবত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ।

আরও পড়ুন নাজেহাল জনজীবন, দাবদাহের হাত থেকে কীভাবে বাঁচবেন- রইল চিকিৎসকের টিপস

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আপাতত চার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।