Weather Update: বাড়তে থাকা গরমের নেপথ্যে আসল কারণ কি? রইল বিস্তারিত

0
62

খাস প্রতিবেদন: নিম্নচাপের দৌলতে টানা পাঁচদিনের বৃষ্টিপাত৷ তারপরও গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না৷ বরং আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আরও বাড়বে তাপমাত্রা৷ প্রতিদিনই গড়ে ২-৪ ডিগ্রি করে হেরফের হবে তাপমাত্রার৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মৃদু বৃষ্টিপাতের সম্ভবনা থাকলেও গরম কমার কোনও আভাস নেই৷

আরও পড়ুন: শান্ত জঙ্গলমহলে ফের অশান্তির ছায়া? আসরে এবার সিআইডি

- Advertisement -

আরও পড়ুন: কুড়মি বনাম আদিবাসী সমাজ, পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে ফের কি শাসকের ভোটে ধস?

কেন? আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই সময় বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়বে৷ যার দরুণ, আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বরং ২ জুন পর্যন্ত আপাতত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভবনা প্রবল৷ বিক্ষিপ্তিভাবে বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা এবং নদিয়া জেলায়৷ কলকাতার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা থাকলেও গরম কমার কোনও লক্ষ্মণ নেই৷ তবে আজ সোমবারও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুন: শুভেন্দুর যাত্রাপথে গঙ্গাজল ছিটালেন তৃণমূলের বিধায়িকা অভিনেত্রী লাভলী মৈত্র!

আরও পড়ুন: গ্রেফতার কুড়মি নেতা রাজেশ, পুলিশ মন্ত্রী মমতার ক্লিনচিটকে পাত্তা দিল না জেলা পুলিশ?

হাওয়া অফিস সূত্রের খবর, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। তার আগে পর্যন্ত ক্রমেই উর্ধগতি হবে তাপমাত্রা৷ তবে তাপপ্রবাহের সম্ভবনা এখনই থাকছে না৷ বস্তুত, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশের কারণে গত কয়েকদিন ধরে কালবৈশাখীর আগমনে বজ্রঝড় এবং শিলাবৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল৷ তারই জেরে কলকাতা সহ দুই বঙ্গের পারদও অনেকখানি কমেছিল৷ তবে রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে৷

আরও পড়ুন: নারদ নারদ! অর্জুনের পাশে দাঁড়িয়ে সৌগতকে ফের শক্তিশেল ছুঁড়লেন মদন

আরও পড়ুন: কাটমানির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাজার লিটারের জলের ট্যাঙ্ক