Weather Update: আজ বৃষ্টির সঙ্গে উপহার হিসেবে মিলবে শিলা, কোন কোন জেলায়, রইল বিস্তারিত

0
107

খাস প্রতিবেদন: আজ শনিবারও রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বাড়তি পাওনা হিসেবে সঙ্গী হবে শিলাবৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টা এমন পরিবেশ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও। তবে রবিবারের পর থেকে অর্থাৎ সোমবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: দায় ঝেড়ে ফেললেন আন্দোলনকারীরা! অভিষেকের কনভয়ে হামলার নেপথ্যে কে?

- Advertisement -

আরও পড়ুন: ‘লোকে কেন আপনাদের আক্রমণ করছে? কেন চোর বলছে?’ মমতাকে প্রশ্ন দিলীপের

হাওয়া অফিস সূত্রের খবর: ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশের কারণে দমকা হাওয়া সহ বজ্রঝড় এবং শিলাবৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে৷ তারই জেরে আজ শনিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা দুই বঙ্গ সাক্ষী থাকবে ঝড়জলের৷ কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া৷ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ বিশেষত, দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে কলকাতায় ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা কম৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃষ্টিপাতের দৌলতে এখনই তাপদাহের কোনও সম্ভবনা নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উপরের পাঁচটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী ২ দিন পর থেকে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: অর্জুন মুখ খুলতেই ভাটপাড়ায় আক্রান্ত পুলিশ, অসন্তুষ্ঠ দলের নেতারাই