চলতি বছরে দেশে বর্ষা কেমন হবে জানাল IMD

0
131

খাস ডেস্ক:  চলতি বছরে কেরলে দেরিতে প্রবেশ করবে বর্ষা। তার পরেই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে চলতি বছরে কেমন হবে বর্ষা। সেই তথ্যই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি। 

আইএমডি  ২৬ মে জানিয়েছে এল নিনো আবহাওয়ার সম্ভাব্য উত্থান সত্ত্বেও ভারতে ২০২৩  সালে স্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাত হতে পারে। IMD-এর মতে, “একবার বর্ষা শক্তিশালী হয়ে উঠলে, আমরা আশা করছি ৪ জুনের দিকে কেরালায় বর্ষা আসবে। ১লা জুনের আগে আমরা বর্ষা আসার আশা করছি না।” আবহাওয়া দফতরের একজন সিনিয়র আধিকারিক ডি এস পাই বলেছেন, “বৃষ্টি, যা সাধারণত ১ জুনের দিকে কেরালা রাজ্যের দক্ষিণ প্রান্তে বর্ষা প্রবেশ করবে  এবং সেপ্টেম্বরের মধ্যে পিছিয়ে যায়, এই বছরের দীর্ঘমেয়াদী গড় মোট ৯৬ শতাংশ বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।”  আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই।

- Advertisement -

আরও পড়ুন: ICU-তে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিল শীর্ষ আদালত

আইএমডি আরও জানিয়েছে যে,  “যদি বৃষ্টিপাতের বণ্টন প্রায় সব জায়গায় একই রকম হয়, তবে এটি একটি আদর্শ পরিস্থিতি হবে। কোনো সমস্যা হবে না। আমরা যদি সব জায়গায় সমান বন্টন পাই, তাহলে কৃষিতে খুব বেশি প্রভাব পড়বে না। উত্তর-পশ্চিম ভারতে, এখন পর্যন্ত, স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে।” এই খবরে দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। স্বাভাবিক বৃষ্টির খবরে হাসি ফুটেছে কৃষকদের মুখে। বৃষ্টি হলে ফলন ভালো হবে এই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। স্বাভাবিক বৃষ্টি হলে গরমও কিছুটা কমবে।