Weather Update: বর্ষার আগে গরমের শেষ কামড়, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি

0
73

খাস প্রতিবেদন: বৃষ্টিপাতের সম্ভবনা থাকলেও তা বিক্ষিপ্তভাবে হবে কয়েকটি জেলায়। উল্টে আজ থেকে ধীরে ধীরে চড়বে তাপমাত্রা। তবে আজ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পঞ্চায়েতে শুভেন্দুর ভোট অ্যাডভান্টেজ রুখতেই প্রকাশ্যে মাথা নত করলেন মুখ্যমন্ত্রী ? চর্চায় রাজনৈতিক মহল

- Advertisement -

হাওয়া অফিস সূত্রের খবর, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। তার আগে পর্যন্ত ক্রমেই উর্ধগতি হবে তাপমাত্রা৷ কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কাও থাকছে৷ তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে৷ বর্ষার আগমনের আগ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ধারা বজায় থাকবে৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে৷ তবে আজ উত্তরবঙ্গের ৫ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে৷

ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশের কারণে গত কয়েকদিন ধরে কালবৈশাখীর আগমনে বজ্রঝড় এবং শিলাবৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল৷ তারই জেরে কলকাতা সহ দুই বঙ্গের পারদও অনেকখানি কমেছিল৷ তবে আজ থেকে ফের বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়বে৷ অর্থাৎ দিনের বেলা বাড়বে তাপমাত্রা৷ বর্ষার আগে পর্যন্ত গরমের তীব্রতা ক্রমেই বাড়বে বলেই জানানো হয়েছে হাওয়া অফিস থেকে৷

আরও পড়ুন: ভোট ব্যাঙ্কের কারণেই কুড়মিদের আদিবাসী করার প্রচেষ্টা? আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজের