Weather Update: ফের কাঠফাটা গরম, কবে থেকে? রইল বিস্তারিত

0
54
weather update

খাস প্রতিবেদন: পূর্ব ঘোষণা মেনে লক্ষ্মীবারের বিকেল থেকেও বাংলা সাক্ষী থেকেছে কালবৈশাখীর ঝোড়ো ব্যাটিংয়ের৷ আজ জুম্মাবারেও তার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই৷ ঝড়-জলের এণন পরিবেশ থাকবে আগামী শনিবার পর্যন্ত৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই আবহাওয়া বজায় থাকবে৷ এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ফলে জৈষ্ঠ্যের সেই প্রখর তাপদাহ আপাতত নেই৷ তবে ২৭ মে’র পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে৷ ফের বাতাসে বাড়বে জলীয় বাস্পের পরিমাণ৷ যার নিটফল, রবিবার থেকে ফের গরমের মুখোমুখি হতে হবে বঙ্গবাসীকে৷

আরও পড়ুন: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’

- Advertisement -

হাওয়া অফিস সূত্রের খবর: ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশের কারণে দমকা হাওয়া সহ বজ্রঝড় এবং শিলাবৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে৷ তারই জেরে বৃহস্পতিবারের পর আরও ৪৮ ঘণ্টা দুই বঙ্গ সাক্ষী থাকবে ঝড়জলের৷ কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া৷ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ বিশেষত, দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে কলকাতায় ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা কম৷

আরও পড়ুন: ‘যদুবংশ ধংস হয়ে যাচ্ছে, উনি ভাইপোকে বাঁচাতে ব্যস্ত’: Dilip Ghosh

তবে শনিবারের মধ্যেই কেটে যাবে ঘূর্ণিঝড়ের দাপট৷ যার ফলে নতুন করে বাতাসে বাড়বে জলীয় বাস্পের পরিমাণ৷ যার নিটফল রবিবার থেকে ফের জৈষ্ঠ্যের গরমের দেখা মিবে৷ তবে টানা ক’দিনের বৃষ্টিপাতের দৌলতে এখনই তাপদাহের কোনও সম্ভবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রের জানানো হয়েছে৷

আরও পড়ুন: পয়সা পেলে সৌরভ সব করেন! কি বললেন বিজেপির দিলীপ ঘোষ

আরও পড়ুন: Horoscope Today : আপনার জীবনে দ্বিতীয় নারীর প্রবেশ! রইল বিস্তারিত

আরও পড়ুন:  Weather Update: ফের কাঠফাটা গরম, কবে থেকে? রইল বিস্তারিত