
নয়াদিল্লি: ভারতের কাছে আজ অন্য দিন। দেশে প্রথম উদ্বোধন হল Apple-এর প্রথম রিটেল স্টোর। জনপ্রিয় এই ব্র্যান্ডের ক্রেতাদের স্বাগত জানিয়েছেন টিম কুক। দেশে Apple-এর প্রথম রিটেল স্টোর খোলার সময়ে উচ্ছ্বাসিত ভক্তদের উন্মাদনা দেখা যায় এবং লক্ষ লক্ষ সেলফি তোলা হয়েছে।
বহু দিনের প্রতীক্ষার অবসানের পর আজ মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে Apple-এর স্টোর খোলা হয়েছে। অ্যাপলের সিইও টিম কুক আজ সকালে ২৮,০০ বর্গফুট স্টোরের গেট খুলে দিয়েছেন উত্তেজিত ভক্তদের জন্য যারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে অ্যাপলের দ্বিতীয় রিটেল স্টোর খুলতে চলেছে। উদ্বোধনের পরপরই কুক টুইট করে লিখেছেন, মুম্বইয়ে শক্তি “অবিশ্বাস্য”। তিনি লিখেছেন, “মুম্বাইয়ের শক্তি, সৃজনশীলতা এবং আবেগ অবিশ্বাস্য! আমরা ভারতে আমাদের Apple BKC -এর প্রথম স্টোর খুলতে পেরে খুবই উত্তেজিত।” এদিন মার্কিন সংস্থা জানিয়েছে ভারতে তাদের ডেভেলপার নেটওয়ার্কের অধীনে আগামীদিনে ১০ লাখ নতুন চাকরি হবে।
The energy, creativity, and passion in Mumbai is incredible! We are so excited to open Apple BKC — our first store in India. pic.twitter.com/talx2ZQEMl
— Tim Cook (@tim_cook) April 18, 2023
একটি অ্যাপল স্টোরের লক্ষ্য পণ্য বিক্রয়, পরিষেবা এবং আনুষাঙ্গিকগুলির জন্য ওয়ান-স্টপ গন্তব্য হিসাবে কাজ করে গ্রাহকদের একটি সেরা অভিজ্ঞতা প্রদান করা। এতদিন অ্যাপেল ভারতে সরাসরি বানিজ্য করতে পারত না। অন্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সংস্থাটি তাঁদের পণ্য বিক্রি করত। সেই বাধাই আর থাকবে না। ভারতে অ্যাপলের দুটি খুচরা দোকান খোলার ফলে জনসাধারণের উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে টেক জায়ান্টের পণ্য ব্যবহারকারীদের মধ্যে। লোকে গুজরাট এবং রাজস্থান থেকে বহুদূর ভ্রমণ করেছে স্টোরের জমকালো উদ্বোধনে যোগ দিতে। একজন অনুরাগী বলেছেন যে তারা ঘন্টার পর ঘন্টা খাওয়া এবং স্নান ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছিলেন।