বিশ্ববিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা তাপমাত্রা কমার ভবিষ্যদ্বাণী করেছিলেন, এখন প্রাণ ওষ্ঠাগত মানুষের

0
46
Baba Vanga

বিশ্বদীপ ব্যানার্জি: ফরাসি ভবিষ্যৎ দ্রষ্টা নস্ট্রাডামুস যা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রায় সবই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এমনই আরও একজন ভবিষ্যৎ দ্রষ্টার কথা শোনা যায়। লোকে তাঁকে বলে, ভলকানের নস্ট্রাডামুস। বুলগেরিয়ার এই মহিলার নাম, বাবাভাঙ্গা (Baba Vanga)।

আরও পড়ুন: নাজেহাল জনজীবন, দাবদাহের হাত থেকে কীভাবে বাঁচবেন- রইল চিকিৎসকের টিপস

- Advertisement -

১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা গিয়েছেন বাবাভাঙ্গা (Baba Vanga)। মৃত্যুর ২৬ বছর পরে আজও মানুষের তাঁকে মনে রাখার কারণ একটাই। ফরাসি ভবিষ্যৎ দ্রষ্টা নস্ট্রাডামুসে’র মত বাবাভাঙ্গা-ও যা যা বলেছেন, তার সিংহভাগ-ই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। ৯/১১ হামলা, আফ্রিকান-আমেরিকান হিসেবে বারাক ওবামার রাষ্ট্রপতি হওয়া, ইসলামিক স্টেটের উত্থান ইত্যাদি একাধিক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবাভাঙ্গা।

তবে এবারে তাঁর ভবিষ্যদ্বাণী মিলছে না একেবারেই। এই ভবিষ্যদ্বাণীটি তিনি করেছিলেন আমাদের দেশ ভারতকে নিয়ে। তিনি বলেছিলেন, ২০২২-২০২৩ নাগাদ সারা বিশ্বে তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পাবে। এর ফলে পঙ্গপালের প্রকোপ বাড়বে ভারতে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ছড়িয়ে পড়বে গোটা ভারতবর্ষ জুড়ে। ফলতঃ দুর্ভিক্ষ অনিবার্য।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ভারতে দুর্ভিক্ষ দেখা দিতেই পারে। ভারতের স্পেস অ্যাপ্লিকশন সেন্টার সম্প্রতি এক গবেষণায় জানতে পেরেছে দেশের ৩২ শতাংশ এলাকায় মরুকরণ চলছে। দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হবে। এতে দুর্ভিক্ষ দেখা দিতেই পারে। কিন্তু বাবাভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণী তো মিলছে না। তিনি বলেছিলেন তাপমাত্রা কমে যাওয়ার কারণে পঙ্গপাল আসায় দুর্ভিক্ষ হবে। কিন্তু তাপমাত্রা কমেছে কোথায়? বরং চলতি গ্রীষ্মে বাংলার মানুষের প্রাণ আরও ওষ্ঠাগত। গ্লোবাল ওয়ার্মিং লজ্জায় ফেলে দিয়েছে বাবাভাঙ্গার (Baba Vanga) দাবিকে-ও।