দিনে দুপুরে বোমা ছুড়ল দুষ্কৃতীরা, আহত মহিলা 

গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন   

0
41
tripura post election violence

খাসডেস্ক, ত্রিপুরাঃ  দিন দুপুরে বোমা মারার অভিযোগ। গুরুতর আহত এক মহিলা। ত্রিপুরা (Tripura)গোমতী জেলা উদয়পুরের ঘটনা।

আরও পড়ুন :  অনুব্রতকে হেফাজতে নিতে মরিয়া ইডি, ভার্চুয়াল শুনানি শেষে কেষ্টকে নিয়ে বিচারকের বাড়ির পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

- Advertisement -

দিনদুপুরে বোমা মারার অভিযোগ উঠে এল ত্রিপুরা গোমতী জেলা মন্দির নগরী উদয়পুর রাজনগর শীতলা বাড়ি এলাকায়। গুরুতর আহত ১ মহিলা। আহত মহিলার নাম পারুল বালা দাস। জানা গিয়েছে এদিন বাড়ি থেকে রাস্তার পাশে থাকা নলে স্নান করার জন্য যাচ্ছিলেন পারুল। পারুলের সামনে একদল দুষ্কৃতী বোমা ফাটায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর  আহত হন পারুল বালা দাস নামে ওই মহিলা।

আরও পড়ুন :ঠিক যেন নায়কের মত বরণ, বিধায়ক ঘরে ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা

আরও পড়ুন : বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা, নিহত কমপক্ষে ১৬

বিকট শব্দে আশপাশ থেকে ছুটে যান লোকজন। দেখতে পান রাস্তার পাশে পড়ে আছেন পারুল বালা। তৎক্ষণাৎ পরিবারের সদস্য এবং এলাকার লোকজনরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ত্রিপুরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক অজয় দাস জানান, বোমা ফেটে আহত হওয়া মহিলা সুস্থ রয়েছেন। বর্তমানে মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। এদিকে বোমা মারার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক। প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসার আগুনে জ্বলছে ত্রিপুরা। রোজই নিত্যনতুন খবর আসছে সামনে। ত্রিপুরার (Tripura) বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও নেভানো যাচ্ছে না হিংসার আগুন। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে গরিবের কান্না। এদিনও এমন একটি ঘটনা ঘটতে দেখা যায় ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া শহরে। অভিযোগ ঘরের মধ্যে পুড়িয়ে মারতেই দুষ্কৃতীরা দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় ।  এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি,  নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আগুন লাগানো হয়েছে ।